আমরা অনেকেই হাতে, পায়ে, গোড়ালিতে, কব্জিতে বা গলায় কালো সুতো বেঁধে থাকি। এই কালো সুতো প্রায় সব ধর্মের মানুষই বাঁধেন। কালো সুতোকে আবার অনেকে সৌভাগ্যের প্রতীক চিহ্ন বলেও মনে করেন। আবার এমনটাও মনে করা যে বাঙালির যে কোনও শুভ অনুষ্ঠানে কালো রং বর্জনীয়। কালো ছাড়া সব রংই ব্যবহার করতে দেখা যায়। তা হলে কেন এই কালো রঙের সুতো এত শুভ? কারণ আমাদের আশেপাশে থাকা যত রকম নেগেটিভ শক্তি রয়েছে, তাদের হাত থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে এই কালো রঙের সুতো। এ ছাড়া কালো রং শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মানা হয়। শনিদেব যদি সন্তুষ্ট থাকেন, তা হলে জীবনে খারাপ ঘটনা ঘটার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এ ক্ষেত্রে কালো সুতোকে শুভ বলে মনে করা হয়।
কালো সুতো বাঁধার সঠিক কিছু নিয়ম—
• এই কালো সুতো বাঁধার সময় অবশ্যই শুভ ক্ষণ দেখে বাঁধতে হবে। পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে নিয়ে এই সুতো পরা অতি আবশ্যক। এতে ফল ভাল পাওয়া যায়।
• কালো সুতোটি পরার আগে শনিদেব ও হনুমানজির চরণে ছুঁইয়ে তবেই ধারণ করতে হবে।
আরও পড়ুন: অতিরিক্ত খরচ নিয়ে নাজেহাল? সমাধানের জন্য এই প্রতিকারগুলো করুন
• যদি কালো সুতো গলায় পরা হয় তবে হনুমানজীকে অর্পণ করে পরতে হবে।
• যদি কালো সুতোটি গোড়ালিতে পরা হয় তবে অবশ্যই তাতে নয়টি গিট দিয়ে পরতে হবে।
• যাঁরা আরও অন্যান্য রঙের সুতো পরে আছেন, তাঁদের জন্য কালো সুতো বাঁধা উপযুক্ত নয়।
• তবে কালো সুতো অবশ্যই শনিদেবের গতিবিধি বিচার করার পরই ধারণ করা উচিত।