Astrology through Face

কোষ্ঠী বিচার নয়, মুখ দেখেই বলা যায় আপনার উপর কোন গ্রহের শুভ প্রভাব রয়েছে! কী ভাবে?

কোষ্ঠী, হস্তরেখা বা সংখ্যাতত্ত্ব ছাড়া কেবল চোখে দেখেই নির্দিষ্ট মানুষের উপর কোন গ্রহের শুভ প্রভাব রয়েছে সেটির একটা ধারণা পাওয়া সম্ভব।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১
Share:

—প্রতীকী ছবি।

কিছু মানুষ বিশ্বাস করুন বা না-ই করুন, প্রত্যেক মানুষের উপরই গ্রহের প্রভাব রয়েছে। বিভিন্ন গ্রহের প্রভাবেই মানুষ বিভিন্ন কাজে করে থাকেন। গ্রহের প্রভাবের জন্যই বিভিন্ন মানুষের চাহিদা, পছন্দ, রুচি প্রভৃতির পার্থক্য হয়। কোন গ্রহ শুভ, তা নির্ভুল ভাবে জানতে কোষ্ঠী বিচার সর্বোত্তম। এ ছাড়া হস্তরেখা বা সংখ্যাতত্ত্বের সাহায্যেও গ্রহের প্রভাবের ব্যাপারে জানা সম্ভব। অনেক ক্ষেত্রে সঠিক জন্মতারিখ বা জন্মানোর সঠিক সময় না জানার কারণে কোষ্ঠী বিচার করে সঠিক তথ্য জানা যায় না। কিন্তু কোষ্ঠী, হস্তরেখা বা সংখ্যাতত্ত্ব ছাড়া কেবল চোখে দেখেই নির্দিষ্ট মানুষের উপর কোন গ্রহের শুভ প্রভাব রয়েছে সেটির একটা ধারণা পাওয়া সম্ভব।

Advertisement

কথায় আছে, মুখ মনের আয়না। মুখ শুধু মনের আয়না নয়, মুখ দেখে সেই নির্দিষ্ট মানুষের সম্বন্ধে অনেক সঠিক তথ্য বলে দেওয়া সম্ভব। মুখের বিভিন্ন অংশের উপর বিভিন্ন গ্রহের প্রভাব রয়েছে। জেনে নিন সেগুলি কী।

• কপালের উপর বুধের প্রভাব রয়েছে। কপাল সুন্দর হলে জানবেন বুধ শুভ।

Advertisement

• নাকের উপর বৃহস্পতির প্রভাব রয়েছে। টিকালো সুন্দর নাক নিশ্চিত করে আপনার বৃহস্পতির অবস্থান শুভ।

• গালের উপর শুক্রের প্রভাব রয়েছে। সুন্দর গাল নিশ্চিত করে আপনার শুক্র গ্রহ শুভ।

• শনির প্রভাব রয়েছে চিবুক বা থুতনির উপর। সুন্দর থুতনির গঠন আপনার শনির শুভ অবস্থান নির্দেশ করে ।

• মঙ্গলের প্রভাব থাকে দাঁত এবং ভ্রুর উপর। সুন্দর দাঁত এবং ভ্রুর গঠন মানে আপনার মঙ্গলের অবস্থান শুভ।

• ডান চোখের উপর রবির প্রভাব রয়েছে। ডান চোখের গঠন এবং দৃষ্টিশক্তি ভাল মানে আপনার রবি শুভ।

• বাঁ চোখের উপর চন্দ্রের প্রভাব রয়েছে। বাঁ চোখের গঠন এবং দৃষ্টিশক্তি ভাল মানে আপনার চন্দ্রের অবস্থান ভাল।

• রাহুর প্রভাব রয়েছে ঠোঁট এবং কানের উপর। সুন্দর ঠোঁট এবং কান মানে আপনার রাহু শুভ।

• মাথার চুলের উপর রয়েছে কেতুর প্রভাব। সুন্দর চুল মানে কেতুর অবস্থান শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement