Astrological Tips to Get Rich

সহজ একটা টোটকা, যা পালন করলেই নতুন বছরে মিটবে অর্থের সমস্যা

বহু চেষ্টা করেও মাসের শেষে গিয়ে অনেক মানুষই সঞ্চয় করতে পারেন না। অনেকে আবার প্রচুর পরিমাণে পরিশ্রম করেও সেই অনুযায়ী টাকা উপার্জন করতে পারেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:০২
Share:
Perform this simple astrological ritual to attract wealth in new year 2025

—প্রতীকী ছবি।

টাকা ছাড়া আমরা জীবনে এক মুহূর্তও চলতে পারব না। কথাতেই রয়েছে, ‘টাকা আসে, টাকা যায়’। টাকা কখনও এক ভাবে নিজের কাছে ধরে রাখা যায় না। কিন্তু ভবিষ্যতের জন্যও টাকা সঞ্চয় করা জরুরি। বহু মানুষই প্রচুর টাকা আয় করেও কিছুই সঞ্চয় করতে পারেন না। টাকা উপার্জন থেকে টাকা খরচ— সবটাই তাঁরা বেশি মাত্রায় করে থাকেন। বহু চেষ্টা করেও মাসের শেষে গিয়ে অনেক মানুষই কিছুই সঞ্চয় করতে পারেন না। অনেকে আবার প্রচুর পরিমাণে পরিশ্রম করেও সেই মাত্রায় টাকা উপার্জন করতে পারেন না।

Advertisement

এই সকল ক্ষেত্রে আপনাদের সাহায্য করার জন্য জ্যোতিষশাস্ত্রে বিশেষ একটা উপায়ের কথা বলা হয়েছে। উপায়টি সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে খুব ভাল উপকার পাওয়া যাবে।

উপায়:

Advertisement

একটা মাটির ছোট ঘটি নিন। ঘটি ছাড়া অন্য কোনও মাটির পাত্র নিলেও চলবে। তার মধ্যে এগারোটা কয়েন দিন। যে কোনও মূল্যের কয়েন নিলেই হবে। সঙ্গে দুটো গোমতী চক্র, পাঁচটা এলাচ, পাঁচটা ফুল যুক্ত লবঙ্গ, একটা সুপারি, একটা হরিতকি, একটা পদ্মবীজ, একটা দারচিনি এবং সামান্য কমলা বা লাল সিঁদুর রেখে ঘটিটা বাড়ির ঈশান কোণে ঠাকুরের স্থানে অথবা পশ্চিম দিকে রেখে দিন। রাখার সময় মনস্কামনা জানাতে হবে। এই ঘটিটার মুখ আবদ্ধ করা চলবে না, খোলা রেখে দিতে হবে।

ফলাফল:

এই করতে পারলে জীবনে টাকা-পয়সার অভাব হবে না। কারণ, এই ঘটিটা টাকা-পয়সা আকর্ষণ করবে। টাকা-পয়সা সঞ্চয় করতেও আপনাকে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement