১৬: ষোলো সংখ্যাটা একটা অদ্ভুত তাৎপর্য বহন করছে। এই সংখ্যার গুপ্ত মানে, আসন্ন মারাত্মক বিপদ থেকে সাবধান থাকতে হবে। কোনও দুর্ঘটনা হতে পারে বা কোনও পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কোনও কাজ করতে গিয়ে এই যৌগিক সংখ্যা যদি সামনে উপস্থিত হয়, তা হলে বুঝতে হবে বিশেষ ভাবে সাবধান হতে হবে। না হলে ভাল রকম ক্ষতির মুখোমুখি হতে হবে। অথবা কোনও পরিকল্পনা স্থগিত রাখতে হবে।
১৭: সতেরো উচ্চতর আধ্যাত্মিক কম্পনাঙ্ক বহন করছে। এর প্রতীক হল, একটা আট দিকওয়ালা শুক্র গ্রহ, যার অর্থ শান্তি ও ভালবাসা। বাইবেলের ভাষায় বলা হয় ‘স্টার ওফ ম্যাজাই’। অর্থাৎ শুভ কোনও খবর আসছে। এই সংখ্যাকে অমরত্বের সংখ্যাও বলা হয়ে থাকে। ভবিষ্যতের দিক থেকেও এটা অতি শুভ সংখ্যা।
আরও পড়ুন: সংখ্যার আধিভৌতিক গুপ্ত অর্থ (প্রথম অংশ)
১৮: এই সংখ্যার প্রতীক ব্যাখা করা বেশ কঠিন। এই সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে তীব্র বাদানুবাদ, অশান্তি, প্রবল শত্রুতা, যুদ্ধ, সব ধরনের বৈপ্লবিক পরিবর্তন। লড়াই করে কোনও জায়গায় অর্থ ও পজিশন পাওয়াও এই সংখ্যা থেকে বোঝায়। এটা বোঝায় আসন্ন কোনও বিশ্বাসঘাতকতা, প্রতারণা, প্রাকৃতিক দুর্যোগ থেকে সতর্কতা ইত্যাদি। কোনও কাজে যদি এই নম্বর আসে, বা কোনও তারিখ যদি এই সংখ্যার মধ্যে পড়ে, তা হলে আগে থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
১৯: এই সংখ্যাকে সব সময় শুভ ও ভাগ্যের অনুকূলের সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এর প্রতীক চিহ্ন হচ্ছে সূর্য বা রবি। একে কেউ বলে থাকেন, স্বর্গের রাজপুত্র। এই সংখ্যা আপনার জীবনে যখনই আসবে তার মানে বোঝায় আপনার সুখ, সাফল্য আসছে, আপনি সম্মানিত হতে চলেছেন এবং আপনার পরিকল্পনাগুলি বা আপনার কেরিয়ার সম্পর্কিত জায়গায় আপনি মনমতো সাফল্য পেতে চলেছেন। এটা এক কথায় সব দিক থেকে শুভ সংখ্যা বলা চলে।