গ্রাফিক তিয়াসা দাস।
অন্য সব রোগের মতো মানসিক রোগও যে কোনও বয়সে হতে পারে। অজ্ঞতার কারণে সমাজে মানসিক রোগাক্রান্ত মানুষের প্রতি অনেক সময় বিরূপ আচরণ করা হয়। কিন্তু অন্য সব রোগের যেমন চিকিৎসা আছে, তেমনই মানসিক রোগেরও চিকিৎসা আছে। সময় মতো সঠিক চিকিৎসা করলে মানসিক রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। এখন দেখে নেওয়া যাক জন্মকুণ্ডলীতে কী রূপ গ্রহাবস্থান মানসিক রোগসূচক:
১। রাশিচক্রে তৃতীয়ে বা নবমে একাধিক পাপগ্রহ অবস্থান করলে মানসিক রোগ হতে পারে।
২। রাশিচক্রে কন্যা রাশিতে একাধিক পাপগ্রহ অবস্থান করলে জাতকের মানসিক রোগ হতে পারে।
৩। রাশিচক্রে মানসিক স্থান হল মিথুন, তুলা এবং কুম্ভ রাশি। চন্দ্র একাধিক পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে মিথুন, তুলা বা কুম্ভ রাশিতে অবস্থিত হলে মানসিক রোগ হতে পারে।
৪। চন্দ্র ও শনি অথবা বুধ ও রাহু একত্রে মিথুন, কন্যা, তুলা কিংবা কুম্ভ রাশিতে অবস্থিত হলেও মানসিক রোগ হতে পারে।
৫। যাদের বৃহস্পতি ও শুক্র লগ্নের তৃতীয়ে অবস্থিত এবং অত্যন্ত দুর্বল, তাদের মনে সর্বদা মানসিক দুশ্চিন্তা থাকে।
আরও পড়ুন: বহু সমস্যা থেকে মুক্তি দিতে পারে ময়ূর পালকের এই টোটকাগুলি
৬। জন্মকুণ্ডলীতে বুধ লগ্নের তৃতীয়ে বা নবমে অবস্থিত হলে এবং রাহু বা শনি দ্বারা পীড়িত হলে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
৭। জন্মকুণ্ডলীতে লগ্নস্থ রবি একাধিক পাপগ্রহ-সহ (শনি,রাহু বা কেতু) অবস্থান করলে মানসিক রোগ হতে পারে।
৮। জন্মকুণ্ডলীতে মিথুন রাশিতে তিনটি পাপগ্রহ অবস্থিত হলেও মানসিক রোগ হতে পারে।
৯। লগ্নের পঞ্চমে একাধিক পাপগ্রহের অবস্থানে বুদ্ধিভ্রংশ ও উদর সংক্রান্ত নানা রোগ হতে পারে।
১০। লগ্নের নবম স্থানে (মীন লগ্ন ব্যতীত) মঙ্গল অথবা রাহু থাকলে এরূপ জাতক-জাতিকার ভাগ্যোন্নতি বিশেষ ভাবে ব্যাহত হয়। অতএব এরূপ জাতক-জাতিকার মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি। লগ্নে একাধিক পাপগ্রহের অবস্থানেও মানসিক শান্তি বিঘ্নিত হয়ে থাকে।
১১। লগ্নের দ্বাদশ স্থানে একাধিক পাপ গ্রহের অবস্থানেও মানসিক শান্তি বিঘ্নিত হয়ে থাকে।
১২। মানসিক রোগ সম্পর্কে বিচারকালে লগ্ন, লগ্নের তৃতীয়, পঞ্চম, নবম ও দ্বাদশ স্থান বিশেষরূপে বিচার্য। উপরোক্ত কোনও স্থানে চন্দ্র-শনি, চন্দ্র-রাহু, বুধ-রাহু, বুধ-কেতু প্রভৃতি যে কোনও দ্বিগ্রহ যোগের ফলেও মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।
১৩। রাশিচক্রে বৃহস্পতি, রাহু বা শনি-সহ লগ্নের তৃতীয় বা দ্বাদশে অবস্থিত হলেও মানসিক রোগ হতে পারে।
১৪। জন্মকুণ্ডলীতে মঙ্গল-শুক্র অথবা রবি-শুক্র একত্রে লগ্নের তৃতীয়ে বা মিথুনে, তুলায় কিংবা কুম্ভ রাশিতে অবস্থিত হলেও মানসিক রোগ হতে পারে।