বাড়িতে যেখানে সেখানে ক্যালেন্ডার নয়, হতে পারে বিপদ

ক্যালেন্ডার দৈনন্দিন জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। কিন্তু আমরা অনেকেই না বুঝে ঘরের যেখানে ইচ্ছা সেখানে ক্যালেন্ডার টাঙিয়ে ফেলি। কিন্তু এই কাজ করা একেবারেই অনুচিত। সঠিক জায়গা মেনে তবেই ক্যালেন্ডার টাঙানো উচিত।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০০:০০
Share:

ক্যালেন্ডার দৈনন্দিন জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। কিন্তু আমরা অনেকেই না বুঝে ঘরের যেখানে ইচ্ছা সেখানে ক্যালেন্ডার টাঙিয়ে ফেলি। কিন্তু এই কাজ করা একেবারেই অনুচিত। সঠিক জায়গা মেনে তবেই ক্যালেন্ডার টাঙানো উচিত।

Advertisement

বহু বাস্তু বিশেষজ্ঞের এটাই মত যে, ক্যালেন্ডার যদি ঠিক নিয়মে ঠিক জায়গায় টাঙানো হয়, তা হলে বাড়ির পক্ষে তা শুভ প্রমাণিত হয়। উল্টোটা হলে তা অশুভ ফল প্রদান করে থাকে।

ক্যালেন্ডার ঘরের কোথায় টাঙাতে হবে—

Advertisement

• ঘরের প্রধান দরজার ওপরে বা দু’পাশে ক্যালেন্ডার টাঙানো যাবে না।

• বিছানার সোজাসুজি অর্থাৎ ঘুম থেকে উঠেই সরাসরি চোখের সামনে যেন ক্যালেন্ডার না টাঙানো হয়।

• ক্যালেন্ডার চোখের আড়ালে রাখতে হয়। সরাসরি চোখের সামনে দিনের হিসাব ঝুলিয়ে রাখা ব্যক্তির পরমায়ুর পক্ষে অশুভ বলে মানা হয়।

আরও পড়ুন: অফিস পলিটিক্স থেকে বাঁচার সহজ কিছু টিপস

• ক্যালেন্ডারের দিন, মাস, বছর আপনাকে মনে করিয়ে দেবে যে, কত তাড়াতাড়ি জীবনের দিন কেটে যাচ্ছে। এ রকম নেগেটিভ চিন্তা প্রতি মুহূর্তে আপনার মনকে হতাশাগ্রস্থ ও দুর্বল করে তুলবে। তাই সব সময় চোখে পড়ে এমন জায়গায় ক্যালেন্ডার না রাখাই শ্রেয়।

• ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার সব দিকে টাঙানো যাবে না।

• ঘরের বিভেদ অনুযায়ী ঠাকুরের ছবি দেওয়া ক্যালেন্ডার টাঙাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement