কর্পুরের সুগন্ধ প্রায় আমরা সকলেই চিনি বা পছন্দ করি। অতি সামান্য একটি বস্তু হলেও কর্পুর আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যার সমাধান করতে পারে। কর্পুর সাধারণত পুজোর কাজে লাগে এবং কিছু কিছু খাবারের সুগন্ধ বাড়াতেও ব্যবহার করা হয়। এই ছোট্ট জিনিসটিকে যদি নিয়ম মেনে কাজে লাগানো হয়, তা হলে এর থেকে আমরা প্রচুর উপকার পেতে পারি। কাজে উন্নতি, সাংসারিক অশান্তি থেকে মুক্তি, বিবাহে বাধা, সময় ভাল না যাওয়া, কর্মে বাধা এবং বাস্তু দোষ থেকেও অনেকটা মুক্তি পাওয়া যায় এর মাধ্যমে।
দেখে নেওয়া যাক ঠিক কী ভাবে কর্পুরের ব্যবহার আমাদের জীবনকে বদলে দিতে পারে:
• দুশ্চিন্তা যাচ্ছে না? আপনার কি গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে? শরীর বার বার অসুস্থ হচ্ছে? প্রতি রাতে শোওয়ার আগে একটি পাত্রে কর্পুর জ্বালিয়ে হনুমানজির সামনে হনুমান চালিশা পাঠ করতে হবে। তা হলে এই সকল সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যাবে।
• বিবাহে প্রচুর বাধা আসছে? সব ঠিকঠাক হয়েও ভেস্তে যাচ্ছে? অনেক বয়সেও বিবাহ হচ্ছে না? সাতটি কর্পুরের টুকরো নিয়ে ১২ বা ৩৬টি লবঙ্গ নিয়ে দেবী দুর্গার চরণে রেখে তার নাম ১০৮ বার জপ করলে অনেকটা বাধা মুক্তি হতে পারে।
আরও পড়ুন: পয়লা বৈশাখে এই টোটকাগুলির মাধ্যমে জীবনে আর্থিক উন্নতি লাভ করুন
• আর্থিক সমস্যা দেখা দিচ্ছে? টাকা জমছে না? পর পর কিছু দিন রুপোর পাত্রে এক সঙ্গে লবঙ্গ ও কর্পুর পোড়ান, তবে এই কাজটি অবশ্যই রাতে করতে হবে। সমস্যা অনেকটা কটিয়ে উঠতে পারবেন।
• কাজের জায়গার বা বাড়িতে বাস্তু দোষ আছে? কর্মস্থানে বা বাড়িতে দুই জায়গাতেই একটি পাত্রে খোলা অবস্থায় কিছুটা কর্পুর রেখে দিতে হবে, এতে বাস্তু দোষ অনেকটা কেটে যাবে।
• সময় ভাল যাচ্ছে না? প্রতি শনিবার জলে একটু কর্পুর মিশিয়ে স্নান করলে এই সমস্যার সমাধান হবে।