চন্দ্রের জাতক-জাতিকাদের কেমন দেখতে হয়

দেখে নেওয়া যাক চন্দ্রের জাতক-জাতিকা কিছু বৈশিষ্ট্য

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

গ্রাফিক: তিয়াষা দাস

সামুদ্রিক শাস্ত্রের মূল ভিত্তির দিক থেকে দেখলে মানব সমাজ মূলত সাতটি বিশুদ্ধ শ্রেণি, সাতটি প্রধান গ্রহ (রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি) দ্বারা পরিচালিত হয়ে থাকে। এখন দেখে নেওয়া যাক চন্দ্রের জাতক-জাতিকা কিছু বৈশিষ্ট্য:

Advertisement

১। চেহারা হবে কিছুটা গোলগাল ও থলথলে।

২। পুরুষ হলে এদের চেহারায় মহিলা সুলভ হাবভাব প্রকাশ পায়।

Advertisement

৩। এরা ভদ্র হয়। প্রকৃতিদত্ত জৌলুস থাকে ত্বকে।

আরও পড়ুন: হাতে প্রেমের রেখা দেখে প্রেম করুন, না হলেই সমস্যা

৪। এরা শিশুসুলভ, কোমল দৃষ্টি ও ব্যবহার দ্বারা সকলের মন জয় করতে পারে।

৫। চোখ কিছুটা গোলাকৃতি ও ছলছলে হয়।

৬। মাথার চুল তেমন ঘন হয় না।

৭। চোখের পাতা ও ভ্রূ’তে চুলের পরিমাণ কম থাকে।

৮। মুখমণ্ডল বেশ মাংসল এবং থলথলে হয়। উদর ও বাহু দুটোও ওই রকম হয়।

৯। এদের দাঁত বড় বড় এবং বয়সের সঙ্গে সঙ্গে সেগুলো ক্ষয়ে যায়।

১০। গলার স্বর কিছুটা মিহি হয়। স্বভাবে লাজুক হয় এরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement