কেন বদলাবেন আপনার গৃহ?

Advertisement

পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০০:০৩
Share:

বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচূরে বদলাতে পারবেন না। সে তো প্রায় আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। যা কার্যত অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচূর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক:-

১। সর্ব দোষ নিবারণ:- গৃহের যাবতীয় দোষ দূরীকরণের জন্য কালো কাপড়ের উপর উন্মুক্ত অবস্থায় ফিটকারী রেখে তার উপর স্বস্তিক চিহ্ন আঁকুন।গৃহ সর্ব শুভপ্রদ হবে। এই সঙ্গে মনে রাখবেন। গৃহ সামগ্রীও যতদূর সম্ভব পরিমিত রাখার চেষ্টা করবেন। অপরিমিত গৃহ সামগ্রী গৃহের সদার্থক ঊ্রর্জা বহুলাংশে বিনষ্ট করে।

Advertisement

২। আর্থিক প্রতিবন্ধকতা:- গৃহ নির্মাণ বা অন্য কোনও কর্ম উদ্-যাপনের সময় যদি আর্থিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে শুক্ল পক্ষে হস্তা নক্ষত্রযোগে গৃহের জমিতে আনারস গাছ লাগান। গৃহের অর্থকষ্ট শেষ হবে।

বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement