আপনার রাশিই বলে দেবে আপনি ঠিক কতটা পরিশ্রমী

জীবনে উচ্চতার শিখরে পৌঁছতে কঠোর পরিশ্রমের কোনও তুলনা হয় না। যদি নিজেকে সাফল্যের চূড়ায় দেখতে চান, তা হলে পরিশ্রমের বিকল্প কিছু নেই। নিজের কর্মে ও পরিশ্রমই বলে দেবে কতটা উজ্জ্বল হবে সৌভাগ্য।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ০০:০৫
Share:

জীবনে উচ্চতার শিখরে পৌঁছতে কঠোর পরিশ্রমের কোনও তুলনা হয় না। যদি নিজেকে সাফল্যের চূড়ায় দেখতে চান, তা হলে পরিশ্রমের বিকল্প কিছু নেই। নিজের কর্মে ও পরিশ্রমই বলে দেবে কতটা উজ্জ্বল হবে সৌভাগ্য।

Advertisement

জেনে নিন রাশি অনুযায়ী আপনি কতটা পরিশ্রমী—

মেষ: মেষ রাশির মানুষরা যতটা আয়েশী, ঠিক ততটাই পরিশ্রমী হন।

Advertisement

বৃষ: এই রাশির মানুষ পরিশ্রমী হলেও কঠোরে পরিশ্রমের আগে একটু চিন্তায় পড়েন।

মিথুন: মিথুন রাশির মানুষরা অনেক গুণের অধিকার হন। তবে এঁরা পরিশ্রমী হলেও বেশি ক্ষণ পরিশ্রম করতে পারেন না।

কর্কট: কর্কট রাশির জাতক পরিশ্রমের ক্ষেত্রে কিছুটা খামখেয়ালি। তিনি যদি মনে করেন পরিশ্রম করতে পারেন।

আরও পড়ুন: পায়ের আঙুলে আংটি পরার সঠিক নিয়ম জানেন তো? না জানলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে

সিংহ: সিংহ রাশির মানুষরা মন থেকে যে কাজ করতে চান, শুধু সেই কাজের ক্ষেত্রেই পরিশ্রম করে থাকেন।

কন্যা: কন্যা রাশির মানুষরা খুব একটা পরিশ্রম করতে পছন্দ করেন না। একটুতেই রেগে যান।

তুলা: তুলা রাশির মানুষরা যে কোনও কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন না। তাই এঁরা দীর্ঘ পরিশ্রমী হন না।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষরা পরিশ্রমী হন, কিন্তু কাজ নিয়ে এঁরা অত্যন্ত বেশি ভেবে ফেলেন।

ধনু: ধনু রাশির মানুষরা পরিশ্রম কথাটা থেকে অনেক দূরে বসবাস করতে পছন্দ করেন। পরিশ্রম করতে এঁরা একেবারেই পছন্দ করেন না।

মকর: মকর রাশি খুব পরিশ্রম করতে পারেন। এঁদের দক্ষতাও চোখে পড়ার মতো।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষরা যতই কঠোর কাজ হোক না কেন, এঁরা দায়িত্বের সঙ্গে পালন করে থাকেন। এঁরা যথেষ্ট পরিশ্রমী হন।

মীন: মীন রাশির মানুষরা পরিশ্রম করতেই থাকে যত ক্ষণ না নিখুঁত কাজ হয়। পরিশ্রমে এঁরা ভয় পান না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement