প্রতীকী চিত্র।
জ্যোতিষ শাস্ত্রমতে ন’টি গ্রহ এবং ১২টি রাশি। রবি, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই সাতটি গ্রহ ১২টি রাশির অধিপতি। রবি সিংহ রাশির এবং চন্দ্র কর্কট রাশির অধিপতি। বাকি ১০ রাশির অধিপতি পাঁচ গ্রহ। মিথুন এবং কন্যার অধিপতি বুধ। বৃষ এবং তুলার অধিপতি শুক্র। মঙ্গল মেষ এবং বৃশ্চিকের অধিপতি। বৃহস্পতি ধনু এবং মীনের অধিপতি। শনি মকর এবং কুম্ভের অধিপতি। লগ্ন অনুযায়ী গ্রহ শুভ বা অশুভ হয়। সমস্ত গ্রহ কখনও শুভ বা অশুভ হয় না। দেখে নেওয়া যাক কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ অশুভ।
মেষ লগ্নের দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র অশুভ ফলদাতা। তৃতীয় এবং ষষ্ঠ রাশি অধিপতি বুধ এবং শনি অশুভ ফলদাতা।
বৃষ লগ্নের অষ্টম এবং একাদশ রাশি অধিপতি বৃহস্পতি এবং চন্দ্র বৃষ লগ্নের অশুভ গ্রহ।
মিথুন লগ্নের ষষ্ঠ এবং একাদশ পতি মঙ্গল অশুভ গ্রহ। বৃহস্পতি এবং রবি অশুভ ফলদাতা গ্রহ।
কর্কট লগ্নের বুধ, শুক্র এবং শনি অশুভ ফলদাতা গ্রহ।
সিংহ লগ্নের বুধ, শুক্র এবং শনি অশুভ ফলদাতা গ্রহ।
কন্যা লগ্নের মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র অশুভ ফলদাতা গ্রহ।
তুলা লগ্নের বৃহস্পতি, রবি এবং মঙ্গল অশুভ ফলদাতা গ্রহ।
বৃশ্চিক লগ্নের বুধ, শুক্র এবং শনি অশুভ ফলদাতা গ্রহ।
ধনু লগ্নের শুক্র এবং শনি অশুভ ফলদায়ক গ্রহ।
মকর লগ্নের মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি অশুভ ফলদায়ক গ্রহ।
কুম্ভ লগ্নের বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল অশুভ ফলদায়ক গ্রহ।
মীন লগ্নের বুধ, শুক্র এবং শনি অশুভ ফলদায়ক গ্রহ।
গ্রহ দেবতার পূজা আরাধনা, জীবনধারার পরিবর্তন, দান এবং বিভিন্ন প্রতিকার দ্বারা অশুভ গ্রহের ফলের পরিবর্তন সম্ভব।