সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। সংগৃহীত ছবি।
কর্মী নিয়োগ করা হবে রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদমর্যাদায় শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা কত তা জানানো হয়নি।
ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৪০-৫০ বছর, ৩৫-৪৫ বছর, ৩০-৪০ বছর এবং ২৫-৩৫ বছরের মধ্যে।
ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ১,২০,০০০ টাকা, ৩৭,১০০ টাকা ৩২,৮০০ এবং ২২,৬০০ টাকা।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সমতুল পদে চাকরির ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যও পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ তারিখ যথাক্রমে ২০ এবং ২২ মার্চ। এর পর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।