প্রতীকী চিত্র।
হিন্দু শাস্ত্রমতে বাংলার আষাঢ় মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। আষাঢ় মাসের শুক্ল ষষ্ঠী তিথি দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র দেবসেনাপতি কার্তিকের জন্মতিথি। পুরাণ মতে, এই শুভ তিথিতেই দেবসেনাপতি কার্তিক অধর্ম নামক অসুরকে পরাস্ত করেছিলেন। দেবসেনাপতি কার্তিকের জন্ম এবং অধর্মকে পরাস্ত করার দিন হিসাবে এই তিথিকে বিশেষ শুভ বলে মনে করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন রীতিতে কুমার ষষ্ঠী পালন করা হয়। তবে যে ভাবেই কুমার ষষ্ঠী তিথি পালন হোক, আসলে তা দেবসেনাপতি কার্তিকেরই উপাসনা। কুমার ষষ্ঠী তিথিকে ‘স্কন্দ ষষ্ঠী’-ও বলা হয়ে থাকে ( এই ষষ্ঠী তিথির উপাস্য দেবতা বা অধিদেবতা কার্তিকের অপর নাম স্কন্দ)।
কুমার ষষ্ঠী তিথিতে কার্তিকের উপাসনায় সংসারের আয় এবং শ্রী বৃদ্ধি হয়। আগামী ১৫ জুলাই, ৩০ আষাঢ়, বৃহস্পতিবার কুমার ষষ্ঠী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
ষষ্ঠী তিথি আরম্ভ:
বাংলা– ৩০ আষাঢ়, বৃহস্পতিবার
ইংরেজি– ১৫ জুলাই, বৃহস্পতিবার
সময়– সকাল সাতটা ১৭ মিনিট
ষষ্ঠী তিথি শেষ:
বাংলা– ৩১ আষাঢ়, শুক্রবার
ইংরেজি– ১৬ জুলাই, শুক্রবার
সময়– সকাল ছ’টা সাত মিনিট
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
ষষ্ঠী তিথি আরম্ভ:
বাংলা– ৩০ আষাঢ়, বৃহস্পতিবার
ইংরেজি– ১৫ জুলাই, বৃহস্পতিবার
সময়– ভোর পাঁচটা ৩৩ মিনিট ২৮ সেকেন্ড
ষষ্ঠী তিথি শেষ:
বাংলা– ৩১ আষাঢ়, শুক্রবার
ইংরেজি– ১৬ জুলাই, শুক্রবার
সময়– ভোর চারটে চার মিনিট ১১ সেকেন্ড