প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয়। সঠিক নিয়মে যদি মা লক্ষ্মীর পুজো করা হয়, তা হলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায়। তাঁর আরাধনায় যদি তিনি সন্তুষ্ট হন, তা হলে সংসার ধন সম্পত্তিতে ভরে ওঠে। মা লক্ষ্মী যে হেতু চঞ্চলা প্রকৃতির, তাই তাঁকে নিজের বাড়িতে অচলা ভাবে ধরে রাখতে এই জিনিসগুলি অর্পণ করতে হবে।
কী কী জিনিস অর্পণ করতে হবে—
পান পাতা
প্রায় সব পুজোতেই পান পাতা ব্যবহার করা হয়। কিন্তু বিশেষ ভাবে নারায়ণ এবং লক্ষ্মী পুজোয় পান পাতা ব্যবহার অনিবার্য। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।
সুপারি
লক্ষ্মীদেবীর পুজোয় সুপারি অবশ্যই ব্যবহার করতে হবে। পান পাতার ওপর একটি সুপারি দিলে মা লক্ষ্মী খুব খুশি হন।
আরও পড়ুন: পুজো করার সময় এই সব ভুল করছেন না তো? করলে বাড়িতে নামবে অমঙ্গলের ছায়া
কলাপাতা
লক্ষ্মী দেবীর নৈবেদ্য যদি কলাপাতার অগ্রভাগে অর্পণ করা হয়, তা হলে তিনি এতটাই সন্তুষ্ট হন যে, সারা জীবন সেই বাড়িতে অধিষ্ঠান করেন।
বেলপাতা
বেলপাতা মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু। যদি লক্ষ্মীদেবীকে বেলপাতা অর্পণ করা হয়, তা হলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তবে অবশ্যই তিনটে পাতা যেন নিখুঁত হয়।
আমপাতা
প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর ঘটে আমপাতা সহকারে পুজো করতে হবে। পুরনো আমপাতা বদলে দিয়ে নতুন আমপাতা ঘটে দিতে হবে এবং সারা সপ্তাহ সেই ঘটে পুজো করতে হবে।
দুর্বা
লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে তার পুজোয় দুর্বা অবশ্যই ব্যবহার করুন।