১৪২৭ সন কেমন যাবে মীন রাশির

দেখতে দেখতে মাস পেরিয়ে গিয়ে বছর শেষের দিকে এগোতে শুরু করেছে। আসতে চলেছে বাংলার ১৪২৭ সন। নতুন বছর মানেই নতুন কিছু আশা, নতুন উদ্যমে কাজ শুরু করা। নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয়। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া। আসুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী ১৪২৭ সন কেমন যাবে মীন রাশির।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

দেখতে দেখতে মাস পেরিয়ে গিয়ে বছর শেষের দিকে এগোতে শুরু করেছে। আসতে চলেছে বাংলার ১৪২৭ সন। নতুন বছর মানেই নতুন কিছু আশা, নতুন উদ্যমে কাজ শুরু করা। নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকেরই পথ চলা শুরু হয়। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়া। আসুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী ১৪২৭ সন কেমন যাবে মীন রাশির।

Advertisement

বর্তমান বছরটি মীন রাশির ভাল ভাবেই কাটতে পারে। অনেক দিনের কোনও পারিবারিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এরা খুব বেশি আত্মপ্রচারে বিশ্বাসী এবং অহংবোধ এদের মধ্যে খুবই প্রবল। মাঝে মাঝে এদের অহংবোধটা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। ভাইবোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বর্তমান বছরে। শিক্ষাক্ষেত্রে উন্নতি আশা করা যায়। পরীক্ষার্থীদের জন্য বছরটা শুভই যাবে।

আরও পড়ুন: সন ১৪২৭, কেমন যাবে কুম্ভ রাশির?

Advertisement

কর্মক্ষেত্রে সম্মান লাভ ও পদোন্নতির সম্ভাবনা দেখা গেলেও পুরোপুরি আশাপূরণ নাও হতে পারে। চাকরিপ্রার্থীরা চাকরি লাভে সক্ষম হবেন। ব্যবসায় লাভবান হলেও আয়-ব্যয় সমান থাকবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি কেনার সুযোগও আসতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। দাম্পত্য জীবন দুশ্চিন্তার কারণ হতে পারে। এ বছর পরিবারের সঙ্গে সময় কাটাবার সময় কম পাওয়া যাবে এবং অনেক অযাচিত অর্থব্যয়ের যোগও দেখা যায়।

এরই মধ্যে পরিবারের সদস্যদের প্রতি নায্য ব্যবহার এবং পারিবারিক শান্তি ও সমৃদ্ধির দিকে নজর দিতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে অন্যের শত্রুতার আশঙ্কা থাকায় সতর্ক থাকতে হবে। তবে সন্তানদের থেকে ভাল খবর পেতে পারেন। কোনও সন্তানের চাকরিক্ষেত্রে প্রমোশনের খবর পেতে পারেন।

বর্তমান বছরে এই রাশির শারীরিক অবস্থা খুব হওয়ার কথা নয়। তবে ক্ষেত্র বিশেষ কিছু বিষয়ে কষ্ট পাওয়ার যোগ আছে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এ বছর কয়েক বার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement