রাশি চক্রের পঞ্চম রাশি, অধিকর্তা রবি। এই রাশি অবস্থান করছে মিথুন রাশিতে। সঙ্গে অবস্থান করছে রাহু এবং বুধ। আগামী ১৬ জুলাই রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে অবস্থান করবে। পঞ্চম (ধনু) রাশিতে অবস্থান করছে কেতু এবং স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী)। ষষ্ঠে (মকরে) নিজ রাশিতে অবস্থান করছে শনি (বক্রী)। অষ্টম (মীন) রাশিতে অবস্থান করছে মঙ্গল। দশমে (বৃষ রাশি) নিজ রাশিতে অবস্থান করছে শুক্র।
আগামী ১৬ জুলাই রবির রাশি পরিবর্তনের সঙ্গে রবি বুধের বুধাদিত্য এবং রবি রাহুর গ্রহণ দোষের সমাপ্তি ঘটবে। বুধাদিত্য যোগ এবং গ্রহণ দোষের পরিসমাপ্তি ঘটলেও রাহু এবং বুধের সহ অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষ শাস্ত্রে বুধকে নাবালক গ্রহ বলা হয়। যে গ্রহের সঙ্গে অবস্থান করবে সেই গ্রহের প্রভাবে প্রভাবিত হবে। অর্থাৎ বুধ রাহুর দ্বারা প্রভাবিত হবে। ফলে বুদ্ধি এবং বাকশক্তির উপর বিশেষ প্রভাব পড়বে।
সিংহ রাশির জুলাই মাস বিনিয়োগের ক্ষেত্রে শুভ। পারিবারিক ক্ষেত্রে সমস্যা এবং মতবিরোধ থাকলেও ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। স্থাবর সম্পত্তি (বাড়ি, ভূমি) ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জুলাই মাস খুব একটা শুভ ফলদায়ক হবে না। খুব প্রয়োজন না হলে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ না করাই শ্রেয়।
আরও পড়ুন: দাম্পত্য কলহ, চাকরিতে সুনাম… দেখে নিন জুলাই মাস কেমন যাবে কর্কট রাশির
পড়াশোনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও ফল মিশ্র। সন্তানের সঙ্গে তর্কবিতর্ক যথাসম্ভব এড়িয়ে চলুন। সামান্য অশান্তি বড় আকার ধারণ করতে পারে, সতর্ক থাকা উচিত। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সচেতনতা থাকা জরুরি, ঋণ নিলে পরিশোধ করতে, ধার দিলে ফেরত পেতে সময় লাগবে।
প্রেম, বন্ধুত্ব এবং দাম্পত্য ক্ষেত্র শুভ। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিক্রয় প্রতিনিধি, হিসেবশাস্ত্র, অর্থশাস্ত্র, আইন পেশার ক্ষেত্রে বিশেষ শুভ। জুলাই মাস আয় স্থান শুভ।