তুলা, রাশিচক্রের সপ্তম রাশি। রাশি অধিপতি শুক্র। শুক্র অবস্থান করছে মিথুন (নবম) রাশিতে। সহ অবস্থান করছে রাহু। ধনু (তৃতীয়) রাশিতে অবস্থান করছে কেতু এবং স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী)। মকর (চতুর্থ) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি শনি (বক্রী)। মীন (ষষ্ঠ) রাশিতে অবস্থান মঙ্গলের। আগামী ১৬ অগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী মেষ (সপ্তম) রাশিতে গমন করবে। কর্কট (দশম) রাশিতে অবস্থান রবির। ২ অগস্ট থেকে বুধ সহ অবস্থান করবে ১৬ অগস্ট পর্যন্ত। ১৬ অগস্ট রবি এবং ১৭ অগস্ট বুধ পরবর্তী সিংহ (একাদশ) রাশিতে গমন করবে।
রাশি অধিপতির ভাগ্য রাশিতে অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভ। শুক্রের রাহুর সঙ্গে সহ অবস্থান অনৈতিক কর্মের আকাঙ্খা বৃদ্ধির ইঙ্গিত।
দ্বিতীয় রাশির অধিপতির ষষ্ঠ রাশিতে অবস্থান শুভ। সোনা, তামা, স্থাবর সম্পত্তি, ফিল্ম, সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ লাভজনক।
আরও পড়ুন: অগস্ট মাস সিংহ রাশির প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা ক্ষেত্রে শুভ
চতুর্থ রাশি অধিপতির অবস্থান গৃহ সুখের ক্ষেত্রে খুব ভাল বলা যায় না। পারিবারিক ক্ষেত্রে অশান্তি এবং মানসিক অবসাদ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাড়ি, জমির ক্ষেত্র শুভ। তবে যানবাহন কেনা থেকে বিরত থাকাই ভাল।
পঞ্চম রাশি অধিপতির স্বক্ষেত্রি অবস্থান শিক্ষার ক্ষেত্রে শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র। সন্তানের ক্ষেত্র শুভ। সন্তানের ব্যবহার মানসিক অবসাদের কারণ হতে পারে।
শত্রু মানসিক অশান্তি দেবে না। বিশেষ সচেতন থাকুন রক্তচাপ, বুকে ব্যথা এবং হজমের সমস্যার ব্যাপারে। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ। বিদ্যুৎ এবং আগুন থেকে বিশেষ ভাবে সচেতন থাকুন।
দাম্পত্য সুখের ক্ষেত্র শুভ। ১৬ অগস্টের পর উত্তেজনা এবং বাগবিতণ্ডা দাম্পত্য সুখে বাদ সাধতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্র শুভ।
ভাগ্য ক্ষেত্র শুভ। চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্র শুভ। বিশেষ শুভ বিক্রয় প্রতিনিধি, আইন ব্যবসা, হিসেব পরীক্ষকদের ক্ষেত্রে।
একাদশ রাশির অধিপতির দশম রাশিতে অবস্থান আয় বা লাভের ক্ষেত্রে শুভ। বিশেষ শুভ মাসের দ্বিতীয় অর্ধে একাদশ রাশির অধিপতির নিজ রাশিতে গমনের সঙ্গে সঙ্গে।