মকর, রাশি চক্রের দশম রাশি। রাশি অধিপতি শনি। স্বক্ষেত্রে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে। মীন (তৃতীয়) রাশিতে অবস্থান করছে মঙ্গল। আগামী ১৬ অগস্ট পরবর্তী মেষ রাশিতে গমন করবে। মিথুন (ষষ্ঠ) রাশিতে অবস্থান করছে রাহু এবং শুক্র। কর্কট (সপ্তম) রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। আগামী ১৬ অগস্ট রবি এবং ১৭ অগস্ট বুধ রাশি পরিবর্তন করে পরবর্তী সিংহ রাশিতে গমন করবে। ধনু (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্রি বৃহস্পতি (বক্রী) এবং কেতু।
রাশি অধিপতির স্বক্ষেত্রি অবস্থান ধনস্থানের পক্ষে শুভ। শুভ ধনাগমের আশা করা যায়। সম্পত্তির ক্ষেত্রে আইনি সমস্যা হতে পারে। ধাতু বিশেষত লোহা, তেল, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে শুভ লাভের সম্ভাবনা। দীর্ঘকালীন বিনিয়োগে লাভের সম্ভাবনা। তবে অল্প সময় বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। চতুর্থ রাশির অধিপতি তৃতীয় রাশিতে পরিবারের ক্ষেত্রে শুভ। ১৬ অগস্ট রাশি পরিবর্তন এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুভত্ব বৃদ্ধি করবে। জমি, বাড়ি বা যানবাহনের ক্ষেত্রে শুভ।
পঞ্চম রাশির অধিপতির ষষ্ঠ রাশিতে অবস্থান খুব শুভ বলা যায় না। শিক্ষাক্ষেত্র মধ্যম। মধ্যম উচ্চশিক্ষা ক্ষেত্র। সন্তান সুখের ক্ষেত্র মধ্যম। সন্তান অধার্মিক আচরণ করতে পারে বা ধর্ম বিরোধী কাজে লিপ্ত হতে পারে, সচেতন থাকুন। ষষ্ঠ রাশির অধিপতি সপ্তম রাশিতে অবস্থান এবং ষষ্ঠ ক্ষেত্রে রাহু শুক্রের অবস্থান মধ্যম বলা হয়। বিশেষ সচেতন থাকুন মুখ এবং গলার সমস্যা নিয়ে। শুক্র খুব একটা সমস্যা দেবে না। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ।
আরও পড়ুন: প্রেমের ক্ষেত্রে অবিশ্বাস বা সন্দেহ সমস্যা সৃষ্টি করতে পারে বৃশ্চিক রাশির
সপ্তম রাশিতে রবি বুধের অবস্থান শুভ বলা যায় না। দাম্পত্য ক্ষেত্র মধ্যম। আগামী ১৬ অগস্ট পর্যন্ত সচেতন থাকা উচিত। ১৬ অগস্টের পর শুভ। নবম রাশির অধিপতির সপ্তম রাশিতে অবস্থান শুভ বলা যায় না। ১৭ অগস্টের পর অষ্টম রাশিতে অবস্থানও শুভ বলা যায় না। কর্মক্ষেত্র মধ্যম। পরিশ্রম মধ্যম কর্মক্ষেত্রকে ভাল করে দিতে পারে।
দশম রাশির অধিপতির অবস্থান শুভ নয়। পরিশ্রমই শুভ ফল দিতে পারে। একাদশ রাশির অবস্থান শুভ। ১৬ অগস্ট রাশি পরিবর্তনের পর আরও শুভ।