বছরের প্রথম মাস কেমন কাটবে কর্কট রাশির

শুভ ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। বিলাসবহুল দ্রব্য, প্রসাধন সামগ্রী, স্থাবর সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত, মূল্যবান রত্ন ইত্যাদি বিষয়ে বিনিয়োগে শুভ লাভের সম্ভাবনা।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০০:১৯
Share:

রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। রাশি অধিপতি চন্দ্র। বৃশ্চিক (পঞ্চম) রাশিতে অবস্থান করছে শুক্র এবং কেতু। শুক্র আগামী ৪ জানুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী ধনু রাশিতে গমন করে ২৭ জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে। আগামী ২৮ জানুয়ারি পরবর্তী মকর রাশিতে গমন করবে। ধনু (ষষ্ঠ) রাশিতে অবস্থান করছে বুধ এবং রবি। বুধ আগামী ৫ জানুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী মকর রাশিতে গমন করবে এবং ২৪ জানুয়ারি পর্যন্ত মকরে অবস্থান করবে এবং ২৫ জানুয়ারি পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। মকর (সপ্তম) রাশিতে একত্রে অবস্থান করছে রাশি অধিপতি শনি এবং বৃহস্পতি। মেষ (দশম) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি মঙ্গল। বৃষ (একাদশ) রাশিতে অবস্থান করছে রাহু।

Advertisement

রাশির সঙ্গে শনি, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্কের ফলে মানসিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা।

শুভ ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। বিলাসবহুল দ্রব্য, প্রসাধন সামগ্রী, স্থাবর সম্পত্তি, চিকিৎসা সংক্রান্ত, মূল্যবান রত্ন ইত্যাদি বিষয়ে বিনিয়োগে শুভ লাভের সম্ভাবনা।

Advertisement

চতুর্থ রাশি অধিপতির মাসের প্রথমে শুভ অবস্থান হলেও ৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত খুব শুভ অবস্থান নয়। চতুর্থ রাশির সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল আশা করা যায় জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে। মানসিক উত্তেজনা এবং রাগ বৃদ্ধির সম্ভাবনা পারিবারিক সদস্যদের।

আরও পড়ুন: বছরের প্রথম মাস মিথুন রাশির রোগ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্র শুভ

পঞ্চম রাশি অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান এবং নিজ রাশিতে দৃষ্টি শুভ হলেও পঞ্চম রাশিতে কেতুর অবস্থান খুব শুভ নহে। মধ্যম ফল আশা করা যায় সন্তান সুখের ক্ষেত্রে। সন্তানের মানসিক উত্তেজনা বৃদ্ধি মানসিক অশান্তির কারণ হতে পারে। গর্ভবতীদের বিশেষ সাবধানতা অবলম্বন জরুরী।

ষষ্ঠ রাশিতে রবির অবস্থান মাসের মধ্যভাগ পর্যন্ত শুভ রোগ, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধে মধ্যম ফল আশা করা যায়।

সপ্তম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান এবং সহাবস্থান বৃহস্পতির। শুভ ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধে রবির আগমনের পর অর্থাৎ ১৫ জানুয়ারির পর থেকে দাম্পত্য ক্ষেত্রে উত্তেজনা। বাকবিতণ্ডার কারণে দাম্পত্য সুখে বাদ সাধতে পারে।

নবম রাশির অধিপতির উচ্চস্ত শনির সঙ্গে অবস্থানের কারণে নীচস্ত ক্ষেত্রে অবস্থান করেও শুভ ফল দান করবে অর্থাৎ ভাগ্যক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

দশম রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থানের কারণে শুভ ফল আশা করা যায় কর্মক্ষেত্রে।

একাদশ রাশিতে রাহুর অবস্থান বৃহস্পতির দৃষ্টি আয় এবং লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement