তুলা লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

তুলা লগ্নের ক্ষেত্রে রবি একাদশ পতি হিসাবে শরীরের দিক থেকে কিছুটা অশুভ। কিন্তু যদি বল থাকে, তবে রবির দশায় আয় হতে পারে ও অন্যান্য বাসনাও পূর্ণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ২০২০ সালটি তুলা লগ্নের জাতক-জাতিকাদের কেমন যেতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০০:০৬
Share:

তুলা লগ্নের ক্ষেত্রে রবি একাদশ পতি হিসাবে শরীরের দিক থেকে কিছুটা অশুভ। কিন্তু যদি বল থাকে, তবে রবির দশায় আয় হতে পারে ও অন্যান্য বাসনাও পূর্ণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ২০২০ সালটি তুলা লগ্নের জাতক-জাতিকাদের কেমন যেতে পারে।

Advertisement

তুলা লগ্নের জাতক জাতিকার জন্য নতুন বছরটি সুনাম অর্জন করার বছর। তবে ধৈর্য ধরতে হবে। তা হলেই সাফল্য আসবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে এই লগ্নের জাতক-জাতিকারা কোনও নিকট আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত কোনও আচরণ পেতে পারেন, যা জাতক-জাতিকাদের বিচলিত করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।

কর্মক্ষেত্রে চাকরিজীবীদের পদোন্নতি সংক্রান্ত বিষয়টি অনুকূল দিকে মোড় নিতে পারে। সুতরাং অনেকেরই উন্নতির লক্ষণ আছে চাকরির ক্ষেত্রে। মোটের উপর আয় বাড়বে, তবে সেটা বছরের প্রথম দিকে তেমন হবে না। অবশ্য বিভিন্ন কারণে কর্মক্ষেত্রে চাঞ্চল্য বাড়তে পারে।

Advertisement

আরও পড়ুন: সিংহ লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

বর্তমান বছরে এই লগ্নের জাতক-জাতিকারা ব্যবসায় সাফল্য লাভ করবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে! যাঁরা বড় কিছু করা প্রবণতা অনুভব করবেন, তাঁরা প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা পাবেন। নিজের অবস্থান আরও সুসংহত করতে পারবেন। আর্থিক সুযোগ সুবিধাও পাবেন যথেষ্ট। তবে তা কাজে লাগাতে হবে ধৈর্য ধরে এবং বুদ্ধি করে।

এই বছর এই লগ্নের জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভাল যাবে। আগের শারীরিক সমস্যা এই বছর কিছুটা হলেও কম হবে। তবে যষ্ঠ এবং অষ্টম ভাব এবং ভাবপতিরা যদি পীড়িত হন, তা হলে কোনও ছোটখাটো অসুখে আক্রান্ত হতে পারেন কেউ কেউ। বর্তমান বছরে আতিথেয়তায় বেশি ব্যয় হতে পারে। সঙ্গে ছেলেমেয়েদের লেখাপড়া, বিয়ে বা অন্য কোনও বিষয়ে ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ছেলে-মেয়ের সাফল্যে আনন্দিত হবেন কেউ কেউ।

বর্তমান বছরে সঠিক বন্ধু-বান্ধব পাওয়া সহজ হবে না। প্রেম ও বিয়ের ব্যাপারে ভেবেচিন্তে পা ফেলতে হবে। কারণ এই বছরে যোগাযোগ মধ্যম। অভিভাবকের অমতে প্রেমজ বিয়েতে কেউ কেউ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement