সাধারণত আত্মীয় স্থান বিচার হয় লগ্নের দ্বিতীয় ভাব থেকে। আত্মীয়দের শুভাশুভ, তাদের থেকে সহযোগিতা পাওয়া যাবে, না তারা শত্রুতা করবে, তারা উপকার করবে, নাকি তাদের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে এই সকল বোঝা যায় দ্বিতীয় ভাবে অবস্থিত গ্রহ, দ্বিতীয় ভাব দর্শী গ্রহ এবং দ্বিতীয় ভাবপতির শুভাশুভ অবস্থানের ওপর।
এখন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি ও লগ্নের জাতকের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক কী রকম হতে পারে:
বৃশ্চিক লগ্ন বা রাশির আত্মীয়স্থান শুভই হয় যদি না ধনু রাশিতে রাহু অবস্থান করে বা রাহুর দৃষ্টি থাকে। রাহুর অবস্থানে আত্মীয়রা শত্রুতা করে ও জাতকের ক্ষতি করার চেষ্টা করে। অন্যান্য শুভ গ্রহ বৃহস্পতি, চন্দ্র প্রভৃতির অবস্থানে আত্মীয়দের সঙ্গে পূর্ণ সখ্যতা বজায় থাকে। মঙ্গলের অবস্থানে আত্মীয়গণ জাতকের ইচ্ছানুরূপ আচরণ করতে বাধ্য হয়। শুক্র ও বুধ এবং কেতুর অবস্থানে কিছুটা মনোমালিন্য হওয়ার আশঙ্কা। সাধারণত বৃশ্চিক লগ্ন রাশির জাতক স্বাধীনচেতা, জেদী ও রাগী প্রকৃতির হয় এবং এরা কিছুটা স্বার্থপর মানসিকতার হয়। ফলে আত্মীগণ এদের সমঝে চলে। এরা পরোপকারী হওয়ায় আত্মীয়রা এদের সম্মান দেয়। মাতুল পরিবারের সঙ্গে সাধারণত সখ্যতা থাকে। শ্বশুর বাড়ির আত্মীয়দের সঙ্গে মধ্যম মানের সখ্যতা বজায় থাকে। ছোট ভাই বা বোনের সঙ্গে বিশেষ সু-সম্পর্ক থাকে না। বড় দাদা বা দিদির সঙ্গেও বিশেষ মনের মিল থাকে না।
আরও পড়ুন : রাশিচক্রে বৃহস্পতি ও রাহুর একসঙ্গে থাকা কতটা ক্ষতিকর