রবিবারে জন্ম জাত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্য কেমন হয়

রবিবারে জন্ম হলে তাদের শরীর স্বাস্থ্য খুব ভাল হয়। তারা খুব একটা রোগে ভোগে না। তবে যদি নিজের শরীরের দিকে বিশেষ খেয়াল না রাখে ভোগান্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

চারিত্রিক বৈশিষ্ট্য

Advertisement

রবিবার সপ্তাহের প্রথম দিন। রবিবার মানে সূর্যদেবের পুজোর দিন বা সূর্যদেবের দিন বলে মানা হয়। যে সকল জাতক-জাতিকা রবিবারে জন্মগ্রহণ করেন, তাঁরা সাধারণত খুব তেজস্বী, বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ুযুক্ত হন। ভাগ্য প্রায় সব কাজেই এঁদের সঙ্গ দেয়।

এঁরা যে কোনও কাজ সকলের আগে করতে পছন্দ করেন। কথা বেশি বলা একদম পছন্দ করে না। তবে এঁরা যখন কথা বলেন, খুব ভেবেচিন্তে বলেন। এঁদের কথা বলার ধরন এত ভাল হয় যে, সবাই এঁদের কথা শুনতে আগ্রহী হয়।

Advertisement

এঁদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণ ভাবে লক্ষ্য করা যায়। পূজাপাঠে এঁরা খুব বিশ্বাসী হন। এঁদের দেখতে খুব সুন্দর হয়। এঁদের চোখ-মুখ খুব মিষ্টি ও আকর্ষণীয় হয়।

কাছের মানুষজনকে এঁরা খুব ভালবাসেন ও বিশ্বাস করেন। তবে যদি কেউ এঁদের সঙ্গে খারাপ আচরণ করে, অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখেন। এঁরা যত তাড়াতাড়ি রেগে যান, তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান।

আরও পড়ুন: ফাল্গুন মাসে জন্ম জাতক-জাতিকাদের অর্থভাগ্য ও বিবাহ কেমন হবে জেনে নিন

ভাগ্য

রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন। অর্থের খুব একটা অভাব এঁদের হয় না বললেই চলে। এঁরা নিজের রুচিমতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করাতে এঁরা বেশি বিশ্বাসী।

নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে। তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝেমধ্যে কাজ পণ্ড করে ফেলেন।

কারও অধীনস্থ হয়ে কাজ করা এঁদের মতের বিরোধী। যত ভাল কাজই হোক না কেন, কারও অধীনে কাজ করতে এঁরা একদম চায় না। এঁরা খুব ভাগ্যশালী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement