চারিত্রিক বৈশিষ্ট্য
আর্দ্রা নক্ষত্রের জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী ও দায়িত্ববান হয়। এরা খুব প্রতিভাবান হয়। নানা রূপ প্রতিভার অধিকারী হয়। এদের মধ্যে নতুন নতুন ব্যাপারে জ্ঞান অর্জন করার ইচ্ছা থাকে।
এই নক্ষত্রের মানুষের ব্যবহার খুব নম্র ও ভদ্র হয়। সবার সঙ্গে মিলেমিশে চলতে এরা পছন্দ করে। অন্যদের মনের কথা এরা খুব সহজেই বুঝে নিতে পারে। তাই এরা মনোবিশ্লেষক হিসেবে খুব ভাল হয়।
এদের মধ্যে বাহ্যিক জ্ঞান প্রচুর থাকে এবং এরা এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে সমস্যায় পড়ে না। বাইরে থেকে আপনাকে যতটা ধীর স্থির বলে মনে হয় ততটা ধীর স্থির আপনি নন।
জীবনে নানা রূপ পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবে রাগের ওপর নিয়ন্ত্রণ থাকতে পারলে যে কোনও পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে। জীবনে সব বাধা পার করার ফলে আপনি হবেন খুব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ।
মাঝে মধ্যে এরা শিশু সুলভ ব্যবহার করে। কোনও কোনও সময় এরা জেনে বুঝে নিজেকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে।
আধ্যাত্মিকতায় যথেষ্ট আগ্রহ থাকবে। দৈনন্দিন কাজের সূত্রে বাড়ি থেকে বাইরে থাকতে হতে পারে। অথবা দেশের বাইরেও যেতে হতে পারে। ৩২ থেকে ৪২ বছর আপনার জন্য খুব ভাল সময়।
আরও পড়ুন: মৃগশিরা নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা এবং পারিবারিক জীবন কেমন হয়
পেশা
আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, শিক্ষক, জ্যোতিষ, লেখক, চিকিৎসক, ফটোগ্রাফি, গোয়েন্দা ইত্যাদি বিষয়ে জীবনে উন্নতি করতে পারে।
পারিবারিক জীবন
আর্দ্রা নক্ষত্রের জাতকদের একটু বেশি বয়সে অর্থাৎ দেরি করে বিয়ের সম্ভাবনা থাকে। অতিরিক্ত রাগ ও তর্ক বিতর্ক এড়িয়ে চললে সুন্দর ও সুস্থ্য বিবাহিত জীবন লাভ করে।
এদের জীবন সঙ্গী যথেষ্ট যত্নবান ও গৃহ কর্মে নিপুণ হয়। কাজের সূত্রে পরিবারের কাছ থেকে দূরে থাকতে হতে পারে।