Durga Puja Celebration As Per Zodiac Sign

অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দুর্গাপুজোর পাঁচ দিন রাশি অনুযায়ী মেনে চলুন সহজ কয়েকটি টোটকা

অর্থকষ্ট থেকে মুক্তি পেতে এই দুর্গাপুজোয় রাশি অনুযায়ী কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারেন, উপকার পাবেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৬
Share:

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোর বাকি আর হাতেগোনা কয়েকটি দিন। ২০২৪ সালের ৯ অক্টোবর থেকে দেবী দুর্গার পুজো শুরু। দেবীর আগমন মানেই চারদিকে আনন্দের সমাগম আর কাশ ফুলের সমাহার। মা দুর্গা তাঁর ১০ হাতে নিজের ভক্তদের আগলে রাখেন এবং তাঁদের জীবনের দুঃখ-কষ্ট নিবারণ করেন। অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দুর্গাপুজোয় রাশি অনুযায়ী কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারেন, উপকার পাবেন।

Advertisement

টোটকা

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এই পুজোয় অর্থকষ্ট থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে লাল ফুল নিবেদন করুন।

Advertisement

বৃষ– অর্থকষ্ট থেকে মুক্তি পেতে বৃষ রাশির জাতক-জাতিকারা মা দুর্গাকে সাদা রঙের বস্ত্র নিবেদন করুন এবং মায়ের সামনে দুর্গা শ্লোক পাঠ করুন।

মিথুন– উপকার পেতে মিথুন রাশির ব্যক্তিরা দুর্গা দেবীকে পঞ্চামৃত নিবেদন করুন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা ষষ্ঠী থেকে নবমী, অর্থাৎ পুজোর চার দিনের যে কোনও দিন মা দুর্গার কাছে দই এবং বাতাসা দিন।

সিংহ– অর্থকষ্ট দূর করতে সিংহ রাশির লোকেরা মায়ের চরণে কেশর নিবেদন করুন।

কন্যা– উপকার পেতে কন্যা রাশির মানুষেরা মাকে দুধ অথবা আতপ চাল দিতে পারেন।

তুলা– অর্থাভাব থেকে মুক্তি পেতে তুলা রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গাকে লাল রঙের শাড়ি বা ওড়না দিন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অষ্টমীর দিন মাকে ১০৮টি জবা ফুল দিয়ে তৈরি মালা দিন। এ ছাড়া পুজোর যে কোনও দিন মাকে অল্প গুড় অর্পণ করুন।

ধনু– অর্থাভাব থেকে মুক্তি পেতে ধনু রাশির ব্যক্তিরা নবমীর দিন দেবী দুর্গাকে তিলের তেল অর্পণ করুন। এ ছাড়া হলুদ রঙের ফল বা মিষ্টি দিন।

মকর– অর্থকষ্ট কমাতে মকর রাশির জাতক-জাতিকারা সপ্তমীর দিন মাকে নারকেল বা নারকেলের তৈরি যে কোনও খাবার অর্পণ করুন।

কুম্ভ– উপকার পেতে কুম্ভ রাশির ব্যক্তিরা ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত প্রতিদিন দুর্গা দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

মীন– অর্থাভাব দূর করতে মীন রাশির জাতক-জাতিকারা মায়ের পুজোয় কলা এবং হলুদ ফুল অর্পণ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement