পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে কেমন ফল

পুনর্বসু নক্ষত্র চারটি নক্ষত্রে রচিত এবং এর আকার অনেকটা ঘরের মতো। মনে হয়, ওই ঘরের মধ্যে যেন একটা কড়ির ভাঁড় বসানো আছে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০০:০০
Share:

পুনর্বসু নক্ষত্র চারটি নক্ষত্রে রচিত এবং এর আকার অনেকটা ঘরের মতো। মনে হয়, ওই ঘরের মধ্যে যেন একটা কড়ির ভাঁড় বসানো আছে।

Advertisement

এই নক্ষত্রের তিন ভাগ মিথুন রাশি, এক ভাগ কর্কট রাশি।

পুনর্বসু নক্ষত্রের নিজস্ব ক্ষেত্র বুধ।

Advertisement

গৌরবর্ণ (পিতামাতার বর্ণানুসারে) স্থূলদেহ, দয়াবান, সত্যসখার বশ্য, চতুর, বিনয়ী, অল্পাহারী, পুণ্যবান, সুন্দর চক্ষুদ্বয়, প্রথম স্ত্রী রোগযুক্তা, পরস্ত্রী আসক্ত, কৃষিবাণিজ্য প্রিয়।

এখন দেখে নেওয়া যাক এই নক্ষত্রের জাতক/জাতিকার জীবনে কখন কী ঘটতে পারে—

১ বছর ৮ মাস ১১ দিন বয়স পর্যন্ত দৈহিক অশান্তি।

৪ বছর ৬ মাস ১১ দিন বয়সে মঙ্গলরিষ্টি (জন্ম গ্রহ সংস্থানে মঙ্গল দুর্বল থাকলে রিষ্টি হবে)।

১৩ বছর ৯ মাস ১২ দিনে পেটে পীড়া।

২২ বছর ৪ মাস ৯ দিনে বসন্তভয়।

২৭ বছর ৯ মাস ৪ দিন কাশরোগ।

৩৬ বছর ৮ মাস ১১ দিনে ব্যাধিভয়।

৩৭ বছর ৮মাস ৯ দিনে রাজরোষ।

আষাঢ় মাসে, শুক্লা দ্বাদশীতে রবিবারে দিবা তিন প্রহরে বজ্রাঘাত বা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুতুল্য অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আয়ু বিচার আবশ্যক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement