জ্যোতিষ হল বেদের নির্মল স্বচ্ছ চক্ষু, সেবা। তন্ত্র হল দেহমনের পবিত্রতা। মন্ত্র হল যাকে ধরে আমাদের চেতন ও চৈতন্য উত্তীর্ণ হয়। মন থেকে যা ত্রাণ পাওয়া যায় তাই হল মন্ত্র। সকালবেলা অথবা সন্ধেবেলা স্নান সেরে ব্যস্ততম জীবনে সামান্য একটু সময় বের করে যদি কিছু মন্ত্র জপ করা যায়, অসাধারণ ফল পাওয়া যায়। সমস্যাবহুল জীবনের পথকে সুগম করতে, চেতনা ও চৈতন্যর উত্তীর্ণ ঘটাতে মন্ত্র পাঠের ভূমিকা অপরিহার্য।
এখন দেখে নেওয়া প্রতি দিন সূর্যপ্রণাম করলে কী রূপ ফললাভ হতে পারে:
প্রত্যেকের উদ্দেশে: সকালবেলা অবশ্যই করবেন সূর্য প্রণাম করুন। সকল শক্তির উৎস সূর্য। সূর্য প্রণাম করলে সব কাজ সুসম্পন্ন হয়, সারা দিন ভাল যায়। রোগের উপশম হয়, সারা দিনের কর্মক্ষমতা বাড়ে। কোথাও টাকা আটকে গেলে স্নানের পর জল গায়ে পূর্ব দিকে তাকিয়ে সূর্য প্রণাম করুন।
আরও পড়ুন: রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া কী সঙ্কেত বয়ে আনে
মন্ত্র: ‘জবাকুসুম, সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ খন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতোহস্মি দিবাকরম্। এহি সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাং অর্ঘ্যং দিবা করম্। এস অর্ঘ্যং কর্মদায়িনী নমঃ ঐং শ্রীং সূর্যায় নমঃ’।
(প্রতিদিন স্নান করে তিনবার)।