প্রতীকী চিত্র।
মানব দেহের বিভিন্ন অঙ্গে কালো, গোলাপি, বা লাল দাগ থাকে। আকৃতি বা গঠন অনুযায়ী তাদের আঁচিল বা তিল— বিভিন্ন নামে আমরা চিনি। আঁচিল বা তিল জন্মগত হতে পারে, আবার কিছুদিনের জন্য লক্ষিত হয়ে মিলিয়ে যায়। হস্তরেখায় আঁচিল বা তিলের গুরুত্ব কী? আঁচিল বা তিল হাতের কোন স্থানে অবস্থান করলে কী নির্দেশ করে? এই প্রশ্নগুলির উত্তর রইল এখানে।
বৃহস্পতির ক্ষেত্রে: তর্জনী বৃহস্পতির ক্ষেত্র । বৃহস্পতির ক্ষেত্রে বা বৃহস্পতির আঙুলে তিল বা আঁচিলের অবস্থান খ্যাতি, ঐশ্বর্য, সম্মান বৃদ্ধি নির্দেশ করে।
শনির ক্ষেত্র: মধ্যমা শনির ক্ষেত্র। শনির ক্ষেত্রে বা শনির আঙুলে আঁচিল বা তিল থাকলে আগুন থেকে বিপদ নির্দেশ করে। তেমন ক্ষেত্রে আগুন এবং বিদ্যুৎ সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। সর্প দংশন থেকে সাবধান।
রবির ক্ষেত্রে: অনামিকা রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রে বা রবির আঙুলে আঁচিল বা তিলের অবস্থান সম্পদ, খ্যাতি, সুখ-সমৃদ্ধি, শিল্পীসত্তার বিকাশ ইত্যাদি নির্দেশ করে।
বুধের ক্ষেত্রে: কনিষ্ঠা বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে বা বুধের আঙুলে আঁচিল বা তিলের অবস্থান সেই ক্ষেত্র শুভ হলে বাগ্মিতা বৃদ্ধি করে। বুধের ক্ষেত্র অশুভ হলে কুপ্রভাব বৃদ্ধি করে।
শুক্রের ক্ষেত্রে আঁচিল বা তিল থাকলে তা খুব শুভ ইঙ্গিত নয়। শুক্রের ক্ষেত্রে আঁচিল বা তিল দাম্পত্য সমস্যা নির্দেশ করে বা বিবাহ সংক্রান্ত সমস্যা নির্দেশ করে।
চন্দ্রের ক্ষেত্রে তিল বা আঁচিল কিছু ক্ষেত্রে শুভ হলেও বিদ্যার ক্ষেত্রে বাধা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে।
মঙ্গলের ক্ষেত্রে তিল বা আঁচিল থাকলে ক্রোধ বৃদ্ধি করে, স্থাবর সম্পত্তি হানির সম্ভাবনা বৃদ্ধি করে। মাথায় বা শরীরের উপরের অংশে আঘাতের সম্ভাবনা বৃদ্ধি করে। আগ্নি ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয় থেকে বিপদের সম্ভাবনা বৃদ্ধি করে।