মঙ্গলগ্রহের কুণ্ডলীতত্ত্বে অবস্থানের উপর মাঙ্গলিক দোষ নির্ভর করে। আপনার জন্মলগ্ন যদি মিথুন হয়ে থাকে এবং আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশে হয়, তবে আপনাকে মাঙ্গলিক ধরা হবে।
আসুন জেনে নেওয়া যাক আপনার লগ্নের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থানে মঙ্গল কী ফল দেয়:
প্রথম ঘর বা লগ্নে মঙ্গলের অবস্থান হলে জাতক ক্রোধী ও স্পষ্টবক্তা হন। শত্রুরা কখনওই এঁদের কাছে সুবিধা করতে পারেন না। চাকরিতে উন্নতি হয়। দাম্পত্য জীবন ও মাতৃক্ষেত্রে অশান্তি থাকে। চতুর্থ ঘরে অর্থাৎ কন্যায় মঙ্গল থাকলে কিছু ঝামেলা জীবনে আসবে না। জমি জায়গার দ্বারা লাভবান হওয়ার যোগ থাকে। বিবাহে অসুখী, অত্যন্ত পরিশ্রমে উন্নতির সম্ভাবনা।
আরও পড়ুন: বৃষ লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার
সপ্তম ঘরে অর্থাৎ ধনুতে মঙ্গল থাকলে ব্যবসায়ে উন্নতি হয়। বাবার মাধ্যমে ধনলাভ হলেও জাতক ধন সংগ্রহ করে উঠতে পারেন না। রাগী হলেও সমাজে সম্মান লাভ হয়। কিন্তু দাম্পত্য জীবন অশান্তির হয়। উচ্চশিক্ষায় বাধা আছে। অষ্টম ঘর অর্থাৎ মকরে মঙ্গল থাকলে জাতক বুদ্ধিমান, সাহসী ও পরিশ্রমী হন। প্রবাসে থাকার যোগ থাকে। জাতককে ভাই, বোনের থেকে কষ্ট পেতে হয়। তবে এককালীন টাকা পাওয়ার যোগ থাকে।
দ্বাদশ অর্থাৎ বৃষে এই ঘর, এই রাশিতে মঙ্গলস্থিত হলে জাতকের গুপ্ত রোগ হওয়ার আশঙ্কা থাকে। দাম্পত্য জীবন খুব সুখের হয় না। শত্রুদের দ্বারা ক্ষতি হলেও আশ্চর্যজনক ভাবে কখনও কখনও লাভও হয়। স্বভাবে চঞ্চল ও অসহিষ্ণু হয়।
আসুন জেনে নেওয়া যাক কয়েকটি সাধারণ প্রতিকার:
১। মধু ও মেটে সিন্দুর প্রবহমান জলস্রোতে ঢালা উপকারী।
২। মঙ্গলবার হনুমান মন্দিরে লাড্ডুভোগ দেওয়া শুভ।
৩। দক্ষিণে দরজা আছে এমন ঘরে না থাকাই ভাল।
৪। চারিত্রিক শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করুন।