জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারব না। জল আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। আমাদের প্রায় সব বাড়িতেই জল রাখার জন্য নানা প্রকার ব্যবস্থা অবলম্বন করা হয়। তবে যদি সঠিক নিয়মে বাড়িতে জলের ব্যবহার করা হয় তা হলে নানা সমস্যা মিটে গিয়ে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। এখনকার দিনে আমরা সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে বালতিতেই জল রেখে থাকি। কিন্তু জানেন কি একটি কলসির জল ভাগ্যের চাকা কতটা বদলে দিতে পারে।
টোটকা
একটি পিতলের কলসি নিতে হবে। যদি পিতলের কলসি সম্ভব না হয় তা হলে তবে যে কোনও ধাতুর কলসি নেওয়া যেতে পারে। কলসি সম্পূর্ণ জল ভর্তি করতে হবে। তার পর তাঁর মধ্যে কিছুটা হলুদ এবং কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে বাড়ির উত্তর দিকের কোণে রেখে দিন।
আরও পড়ুন: বাড়িতে ঘটে যাওয়া ছোটখাটো কিছু ঘটনা যা শুভ এবং অশুভ বার্তা দেয়
এই টোটকার ফলাফল—
• এই টোটকাটি যদি সঠিক নিয়ম অনুসারে করা হয় তা হলে পরিবারের সকল সদস্যদের মঙ্গল হয়।
• যদি বাড়িতে পারিবারিক অশান্তি থাকে তা অনেকাংশে কমে যায়।
• পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মধুর হয়।
• ব্যবসায় মন্দা চললে এর ফলে উন্নতি হয়।
• সংসারে আর্থিক উন্নতি দ্রুত আসে।
• বাড়ির কেউ যদি বিবাহ যোগ্য থাকেন অথচ বিবাহে বার বার বাধা আসছে, সেই বাধা দ্রুত দূর হয়ে যায়।