কর্কট লগ্নে জাতকের উন্নতিতে দশম ভাবের প্রভাব  

কর্কট রাশি চন্দ্রের ক্ষেত্র। অতএব চন্দ্র কর্কট লগ্নের অধিপতি। মঙ্গল পঞ্চম পতি ও দশম পতি হওয়ায় এই লগ্নের পক্ষে শুভ এবং রাজযোগকারক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০০:০০
Share:

কর্কট রাশি চন্দ্রের ক্ষেত্র। অতএব চন্দ্র কর্কট লগ্নের অধিপতি। মঙ্গল পঞ্চম পতি ও দশম পতি হওয়ায় এই লগ্নের পক্ষে শুভ এবং রাজযোগকারক। ষষ্ঠ পতি এবং নবম পতি বৃহস্পতিও এই লগ্নের পক্ষে শুভ। শুক্র ও বুধ এই লগ্নের পক্ষে পাপগ্রহ বিশেষ। আর শনি ষষ্ঠ ও সপ্তম পতি হওয়ায় এই লগ্নের পক্ষে প্রধান মারক।

Advertisement

এখন দেখে নেওয়া যাক এই লগ্নের ক্ষেত্রে দশম ভাবের প্রভাব-

কর্কট লগ্নে জাতকের দশম পতি মঙ্গল এবং লগ্ন পতি চন্দ্র যদি পূর্ণ রূপে অনুকূল ভাবে অবস্থান করে, তা হলে রাজযোগ ঘটে।

Advertisement

যদি চন্দ্র দশম স্থানে বসে বা দেখে প্রভাবিত হয় করে তবে এই জাতক রাজনীতিতে অত্যন্ত সাফল্য পায়।

আরও পড়ুন: মিথুন লগ্নের জাতক-জাতিকার উন্নতিতে দশম ভাবের প্রভাব

এই ভাবে যদি দশম পতি মঙ্গলের সংযুক্ত চর্তুদশ পতি শুক্রের সঙ্গে পঞ্চম বা দশমে হয় তবে জাতকের সংস্কৃতি ও কলা বিভাগে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement