আত্মবিশ্বাস বা আত্মমর্যাদার অভাব? মণিপুর চক্র ব্লক নেই তো?

আমাদের নাভির কাছে মনিপুর চক্র অবস্থিত। এটা দেখতে ১০টি পাপড়ি যুক্ত পদ্মের মতো। ১০টি পাপড়ি দশটি চরিত্রের প্রতীক। এটি হলুদ রঙের। এই চক্রকে কেউ কেউ ব্যক্তিগত ক্ষমতা চক্রও বলেন।

Advertisement

কৃষ্ণপ্রেম

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০০:০০
Share:

আমাদের নাভির কাছে মনিপুর চক্র অবস্থিত। এটা দেখতে ১০টি পাপড়ি যুক্ত পদ্মের মতো। ১০টি পাপড়ি দশটি চরিত্রের প্রতীক। এটি হলুদ রঙের। এই চক্রকে কেউ কেউ ব্যক্তিগত ক্ষমতা চক্রও বলেন। কারণ এই চক্র যদি ঠিক থাকে, তখন তা আমাদের সাহায্য করে থাকে শক্তি সঞ্চয়ে। যে শক্তি আমাদের মধ্যে না থাকলে আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে ঘাটতি পড়ে। আমাদের মধ্যে আত্মসচেতনতা বোধ গড়ে ওঠে না।

Advertisement

মনিপুর চক্র ব্লক থাকলে আমাদের জীবনের উপর যে প্রভাবগুলি পড়ে তা নীচে আলোচনা করা হল:

(১) এই চক্র ব্লক থাকলে আত্মমর্যাদা বোধ বা আত্মবিশ্বাস বলে কিছু থাকে না।

Advertisement

(২) ইচ্ছাশক্তি খুব দুর্বল হয়। ফলে ইচ্ছাশক্তির সাহায্যে জীবনের কোনও কাজ ঠিক মতো হয় না।

(৩) এই চক্র যাঁদের বন্ধ, তাঁরা ভিতর ভিতরে আলস্য ও ক্লান্তি অনুভব করে থাকেন। সব সময় নিজেকে দুর্বল বলে মনে হয়।

(৪) খাবারের প্রতি ভয়ঙ্কর লোভ থাকে। পরিমিতি বোধ কাজ করে না।

আরও পডুন: রাশি অনুযায়ী গণেশ মন্ত্র পাঠ করুন, সমস্যার সমাধান হবে

(৫) এই চক্র বন্ধ থাকলে অন্যের উপর খবরদারির ইচ্ছা হয়। এঁরা গুন্ডামি বা মস্তানিও করেন।

(৬) সব সময় একটা অনিশ্চিত ভাব কাজ করে। পজিটিভ ভাবে কোনও কাজ করার ইচ্ছা থাকে না।

(৭) দৈহিক উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম থাকে।

(৮) নানা ধরনের নেশায় আসক্ত হয়ে ওঠে। পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল জীবন হয়ে ওঠে।

(৯) নাভি বা পেট সংক্রান্ত এক বা একাধিক রোগে আক্রান্ত হয়। এঁরা অনেক সময় অন্যের আশা আকাঙ্ক্ষার বলি হয়।

(১০) নানা ধরনের মানসিক রোগের শিকার হয়। ভয়ঙ্কর ক্রোধ বা প্রবল হিংসাও থাকে এঁদের।

(১১) আত্মকেন্দ্রিক জীবন, সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে এঁরা।

(১২) কোনও দায়িত্ববোধ থাকে না। কারও প্রতি মমত্ববোধ কাজ করে না।

(১৩) নিজের গণ্ডি ছাড়িয়ে অন্যের বিষয়ে মাথা ঘামায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement