ফাইল চিত্র।
আগামী ১৪ অক্টোবর, ২৭ আশ্বিন, বৃহস্পতিবার শ্রী শ্রী শারদীয়া মহানবমী। নবরাত্রির নবম বা শেষ তিথি। নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। দেবী সিদ্ধিদাত্রী ঐশ্বরিক এবং পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
নবমী তিথি আরম্ভ–
বাংলা– ২৬ আশ্বিন, বুধবার।
ইংরেজি– ১৩ অক্টোবর, বুধবার।
সময়– রাত ০৮টা ০৯ মিনিট।
নবমী তিথি শেষ–
বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।
ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়– রাত ৬টা ৫৩ মিনিট।
সকাল ৯টা ২৭ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল মহানবমী কল্পে (সপ্তম কল্প) পূজা প্রশস্তা। শারদীয়া নবরাত্রিক ব্রত সমাপন। বীরাষ্টমী এবং মহাষ্টমী ব্রতের পারণ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
নবমী তিথি আরম্ভ–
বাংলা– ২৬ আশ্বিন, বুধবার।
ইংরেজি– ১৩ অক্টোবর, বুধবার।
সময়– ১১টা ৪৭ মিনিট ৫০ সেকেন্ড।
নবমী তিথি শেষ-
বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।
ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়– রাত ৯টা ৫০ মিনিট ৪৩ সেকেন্ড।
পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৫ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।