দুর্গাপুজোর অষ্টমীর তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করতে পারলে জীবনে চলার পথে সহজে সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা প্রায় সকল বাঙালি অষ্টমী তিথিতে উপবাস থেকে মায়ের পুজো অর্চনা করি। তার সঙ্গে করুন এই বিশেষ কয়েকটি উপাচার যার মাধ্যমে আপনার জীবন হয়ে উঠবে ভাগ্যময়।
উপাচারগুলো কী কী—
• অষ্টমী তিথিতে মায়ের চরণে একটি কড়ি রাখুন। যখন অষ্টমীর পুজো শেষ হয়ে যাবে তখন সেই কড়ি বাড়িতে এনে শুদ্ধ স্থানে অর্থাৎ ঠাকুরের আসনে রেখে দিন।
• অষ্টমীর দিন মায়ের চরণে ১০৮টি লাল পদ্ম অর্পণ করুন এবং ১০৮ বার মায়ের নাম জপ করুন।
• অষ্টমীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্গা চালিশা পাঠ করুন।
আরও পড়ুন: দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা
• অষ্টমীর দিন কোনও বাচ্চা মেয়েকে কিছু উপহার দিন। তার পছন্দ মতো জিনিস উপহার দিয়ে তার মুখে হাসি ফোটান। এতে আপনার জীবনও হাসিতে ভরে উঠবে।
• সন্ধিপুজো হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি পদ্ম ফুল এনে নিজের ঘরে রেখে দিন।
• সন্ধিপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত পুজোটি দেখুন এবং সেই সময়ে মায়ের রূপ দর্শন করুন।
• অষ্টমীর দিন সন্ধ্যাবেলা মায়ের সামনে ১০৮টি পদ্ম ফুল নিবেদন করুন।
• অষ্টমীর দিন রাত্রিবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি নিখুঁত গোটা কলাপাতায় চন্দন দিয়ে ১০৮ বার মায়ের দুর্গা নাম লিখুন তার পরের দিন সকালে কোনও প্রবাহিত জলে সেই কলাপাতাটি মাকে প্রণাম জানিয়ে ভাসিয়ে দিন।