প্রতীকী চিত্র।
ব্যবসা যদি ঠিক মতো না চলে তা হলে তা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ব্যবসায় উন্নতি করতে আমরা নানা উপায় করে থাকি। সেই উপায়গুলিতে আমরা কখনও সফল হই, আবার কখনও ব্যর্থ হই। তবে ব্যবসায় উন্নতির জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হয়।
পৌষ মাসের যে কোনও দিন যদি একটি বিশেষ কাজ আমরা করতে পারি, তা হলে ব্যবসায় অবশ্যই উন্নতি লাভ করতে পারব। তবে এই উপায়টি সঠিক নিয়মে না করলে উপযুক্ত ফল পাওয়া যাবে না।
দেখে নেব উপায়টি কী—
পৌষ মাসের যে কোনও দিন এই উপায়টি করা যেতে পারে। তবে বেশি ভাল ফল পাওয়া যাবে যদি পৌষ মাসের যে কোনও বৃহস্পতিবার করা যায়। এই কাজটি করতে লাগবে একটা শুকনো হলুদের গাঁট। পৌষ মাসের যে কোনও বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজের বাড়িতে ঠাকুরের স্থানে বসতে হবে।
তার পর ভগবান বিষ্ণুর ছবি বা বৃহস্পতির যিনি দেবতা তাঁর ছবির সামনে ঘিয়ের প্রদীপ, ধূপ ধুনো জ্বালতে হবে। বেসনের লাড্ডু ভোগ দিতে হবে। হলুদের গাঁটটি ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করতে হবে। তার পরের দিন হলুদ বা সাদা সুতোয় বেঁধে হলুদের গাঁটটি নিজের হাতে পরতে হবে।
এই উপায়টি সঠিক ভাবে করতে পারলে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। হলুদের গাঁট হাতে পরার অর্থ বৃহস্পতির পোখরাজ রত্নের সমান ফল পাওয়া। এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন।