২০১৯ সালে মিথুন রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

দেখে নেওয়া যাক মিথুন রাশির এ বছর কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

মিথুন রাশির অধিপতি দেবতা বুধ। নতুন বছরের শুরুতে রাশি অধিপতি ধনুতে রবি ও শনি যুক্ত হয়ে অবস্থান করবে। অপর দিকে এপ্রিল মাসে রাহুর আপনার রাশিতে পদার্পন, নানা কারণে এ বছর শুভাশুভ ফল প্রদান করবে। এ বার দেখে নেওয়া যাক মিথুন রাশির এ বছর কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয়।

Advertisement

মিথুন রাশি কী কী করবেন

দীর্ঘ দিনের আটকে থাকা কোনও বিল পাশ করানোর চেষ্টা করতে পারেন। ফেব্রুয়ারি মাসের পর থেকে চেষ্টা শুরু করলে ভাল ফল পাবেন।

Advertisement

মুখমিষ্টতার সহিত এ বছর কিছুটা হলেও পাওনা টাকা আদায় করতে পারবেন।

অচল ব্যবসা সচল করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। তবে ফল পাবেন মধ্যম।

অনেক দিন আগে যদি কিছু হারিয়ে থাকে তা হলে স্বচেষ্টায় এ বছর সেটা ফিরে পেতে পারেন।

পুরনো বা নতুন, পড়ে থাকা ঋণ পরিশোধ করার ভাল সুযোগ এ বছর পেতে পারেন।

গৃহ বদল বা নতুন গৃহ ক্রয় করতে পারবেন। নতুন যানবাহন কেনার কথা এ বছর ভাবতে পারেন।

বিবাহ, প্রেমের জন্য এ বছরটি মোটামুটি ভালই থাকবে।

পিতা-মাতার থেকে যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তা হলে এ বছরটি খুব ফলপ্রসু হবে। তবে অন্য কোনও বিষয়ের তুলনায় অর্থের ব্যাপারে ভাল সাহায্য পেতে পারেন।

এ বছর পরিবারের সকলের সঙ্গে বা একাকী ভ্রমণ হতে পারে।

নতুন বন্ধু করার ক্ষেত্রে বছরটি ঠিক নয়। বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সাহায্যটি কাজে লাগান।

মিথুন রাশি কী কী করবেন না

কর্মে সুনাম, যশ, পদোন্নতি থাকলেও কর্মক্ষেত্রে সচেতনতায় অভাব আসতে দেবেন না।

ব্যবসা-বানিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলেও আর্থিক দিক মজবুত হবে না। তাই খুব বেশি বিনিয়োগ করবেন না।

প্রেমের দিকটা ভাল হলেও বাড়ির বড়দের বা অভিভাবকদের এ বছর প্রেমের কথা জানাবেন না।

আরও পড়ুন: ২০১৯ সালে বৃষ রাশির জাতক-জাতিকারা কী কী করবেন এবং কী কী করবেন না

দাম্পত্য কলহ, পারিবারিক ঝামেলাকে খুব একটা হালকা ভাবে নেবেন না। জীবন সঙ্গীর শারীরিক দিকটা বিশেষ নজর দেওয়া প্রয়োজন। হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে।

পড়াশোনায় অমনোযোগী হবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধা।

পিতা-মাতার সঙ্গে ছোটখাটো মতান্তর এড়িয়ে না চললে ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে।

কর্মচারীদের বেশি বিশ্বাস করবেন না। অংশীদারদের প্রতি বিশেষ নজর রাখুন।

বিঃ দ্রঃ- সন্তানদের পড়াশোনার বিষয়ে সতর্ক না থাকলে, পড়াশোনা বন্ধ পর্যন্ত হতে পারে। ধন-সম্পত্তির ব্যাপারে বাড়তি সতর্ক না থাকলে চুরি যাওয়ার সম্ভাবনা আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement