রাহুর অবস্থান ভেদে কালসর্প যোগের নাম

জন্মছকে রাহু ও কেতুর মধ্যে যদি সব গ্রহগুলি বন্দী অবস্থানে থাকে তাহলে তাকে পূর্ণ কালসর্প যোগ বলা হয়। এটি আবার দ্বাদশভাব অনুসারে দ্বাদশ রকমের হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ০০:০০
Share:

জন্মের সময় মহাকাশে গ্রহদের অবস্থান অনুসারে তৈরি হয় জাতক বা জাতিকার জন্মকুন্ডলী। এই কুন্ডলীতে দ্বাদশ ভাবে নয়টি গ্রহ স্থিতি দ্বারা বোঝা যায় জাতক জাতিকার গুণ, ধর্ম, আচার, বিচার, কর্ম ইত্যাদি। জন্মছকে বিভিন্নভাবে নবগ্রহের স্থিতি আর তাদের অবস্থান দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের ‘যোগ’ তৈরি হয়। এই যোগ মানব জীবনে তৈরি করে নানা বৈচিত্রময় ঘটনা ও অশুভ প্রভাব।

Advertisement

জন্মছকে রাহু ও কেতুর মধ্যে যদি সব গ্রহগুলি বন্দী অবস্থানে থাকে তাহলে তাকে পূর্ণ কালসর্প যোগ বলা হয়। এটি আবার দ্বাদশভাব অনুসারে দ্বাদশ রকমের হয়।

আসুন দেখে নেওয়া যাক, রাশিচক্রের দ্বাদশ ভাবে রাহুর অবস্থান ভেদে এই যোগের প্রভাবের তারতম্য এবং প্রভাবের তীব্রতা অনুসারে এই যোগের নামকরণ:

Advertisement

আরও পড়ুন: কর্মক্ষেত্রে গোপন শত্রুতা থেকে কী ভাবে মুক্তি পাবেন বৃষ রাশির জাতক

রাহুর স্থিতি কালসর্প যোগের নাম

রাহু লগ্নে অবস্থান করলে অনন্ত কালসর্প যোগ।

রাহু দ্বিতীয়ে অবস্থান করলে কুলিক কালসর্প যোগ।

রাহু তৃতীয়ে অবস্থান করলে বাসুকি কালসর্প যোগ।

রাহু চতুর্থে অবস্থান করলে শঙ্খপাল কালসর্প যোগ।

রাহু পঞ্চমে অবস্থান করলে পদ্ম কালসর্প যোগ।

রাহু ষষ্ঠে অবস্থান করলে মহাপদ্ম কালসর্প যোগ।

রাহু সপ্তমে অবস্থান করলে তক্ষক কালসর্প যোগ।

রাহু অষ্টমে অবস্থান করলে কর্কেটক কালসর্প যোগ।

রাহু নবমে অবস্থান করলে শঙ্খচূড় কালসর্প যোগ।

রাহু দশমে অবস্থান করলে পাতক কালসর্প যোগ।

রাহু একাদশে অবস্থান করলে বিষাক্ত কালসর্প যোগ।

রাহু দ্বাদশে অবস্থান করলে শেষনাগ কালসর্প যোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement