প্রচুর খরচ হচ্ছে? বাড়ির জল রাখার জায়গা ঠিক আছে তো?

প্রথমেই বলে রাখা ভাল, জল রাখার ব্যবস্থা অর্থাৎ যে কোনও জলের পাত্র বা জলের ট্যাঙ্ক রাখার ব্যবস্থা যেন বাড়ির সঠিক দিকে হয়। যদি তা না হয়, তা হলে গৃহস্থের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে আর্থিক ক্ষতি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

প্রথমেই বলে রাখা ভাল, জল রাখার ব্যবস্থা অর্থাৎ যে কোনও জলের পাত্র বা জলের ট্যাঙ্ক রাখার ব্যবস্থা যেন বাড়ির সঠিক দিকে হয়। যদি তা না হয়, তা হলে গৃহস্থের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে আর্থিক ক্ষতি।

Advertisement

এখন প্রায় সব বাড়িতেই জলের ট্যাঙ্ক বসানো হয়। অনেকেই স্থান বিচার না করেই ট্যাঙ্ক বসান। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, জলের পাত্র তা ছোট হোক বা বড়, সঠিক দিকে না রাখলে সংসারের সুখ শান্তি, অর্থ বা কর্মের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

জলের ট্যাঙ্ক দিক অনুসারে রাখলে বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয়। পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ এই চারটি দিকে জলের ট্যাঙ্ক রাখার চার রকম ফল পাওয়া যায়।

Advertisement

দেখে নেওয়া যাক জলের ট্যাঙ্ক কোন দিকে রাখলে কী হয়:

• পূর্ব: বাড়ির পূর্ব দিকে যদি জলের ব্যবস্থা রাখা হয়, তা হলে খুব শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে জল থাকলে অর্থ বৃদ্ধি হয়। নিজের ভাবনার বাইরেও টাকা ঘরে আসতে থাকে।

• পশ্চিম: বাড়ির পশ্চিম দিকে জলের ব্যবস্থা থাকলে বাড়িতে সম্পত্তি বৃদ্ধি হতে দেখা যায়।

আরও পড়ুন: সিংহ লগ্নের জাতক-জাতিকার ১৪২৬ সন কেমন যাবে

• উত্তর: বাড়ির উত্তর দিকে জলের ব্যবস্থা সব দিক থেকে সঠিক বলে মানা হয়। উত্তর দিকে জলে রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বাড়ির সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

• দক্ষিণ: বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা করা একদম করা উচিত নয়। কারণ দক্ষিণ-পূর্ব কোণ অগ্নিকোণ। তাই এই দিকে জলের ব্যবস্থা করলে বাস্তুদোষ হয়। তা ছাড়া দক্ষিণ-পশ্চিম কোণেও জলের ব্যবস্থা রাখতে নেই। এতে বাড়ির লোক প্রচুর রোগে ভোগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement