জেনে রাখা ভাল, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম ও একাদশ ভাবগুলো অর্থ নিয়ন্ত্রণ করে। তবে ওই ভাব ও ভাবপতিগুলো দুর্বল না হলে অর্থ সব সময় ভাল থাকবে। সাধারণত লগ্ন ও চন্দ্রের দশমে যে গ্রহ থাকে সেই গ্রহরাই অর্থ দেয়। তবে লগ্ন ও চন্দ্রের দশমে কোনও গ্রহ না থাকলে চন্দ্র ও রবি থেকে দশম রাশির অধিপতি গ্রহ সেই সেই গ্রহের নবাংশপতি গ্রহরাই অর্থদাতা হবে।
এখন জেনে নেওয়া যাক প্রাপ্তিযোগে (রাশি অনুযায়ী) বাধা কাটাবেন কী ভাবে—
তুলা: এই রাশির প্রতীক দাঁড়িপাল্লা। প্রতিটি বিষয়ে ন্যায়দণ্ডের ছাপ। অধ্যবসায়ী, পরিশ্রমী, কষ্টসহিষ্ণু, ন্যায়নিষ্ঠা এদের মজ্জাগত। শুক্রের অবস্থান অনুযায়ী প্রাপ্তি অনেকটাই নির্ভরশীল।
কোনও পূর্বপরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। স্বাধীন পেশা, শিল্পী-সাহিত্যিকদের সম্মান ও সুনাম বাড়বে। কাছে ও দূরে ভ্রমণ যোগ। পরীক্ষায় সাফল্য অনিবার্য। সদগুরু লাভেও আধ্যাত্মিক উন্নতি।
ইষ্টনাম জপ ও শিবনাম জপ, শিবস্তব ও ষড়ক্ষর স্তব পাঠ করলে ভাল। ভুবনেশ্বরী ও দুর্গাস্তব এবং কবচ ধারণ করলে প্রাপ্তির বাধা কাটবে।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার প্রাপ্তিযোগ, বাধা ও তার প্রতিকার (দ্বিতীয় পর্ব)
বৃশ্চিক: জাতক-জাতিকা কোনও কিছুতেই সহজে সন্তুষ্ট হয় না। একগুঁয়ে বা জেদী মনোভাবাপন্ন। মন-মানসিকতা স্বচ্ছ হয় না। চলাফেরায় অহংবোধ কাজ করে। নিজ কার্যসিদ্ধির জন্য সব কাজ করতে পারে। ইচ্ছাশক্তি প্রবল, উচ্চাকাঙক্ষা প্রবল, রক্ষণশীল, কঠোর পরিশ্রমী, বাস্তববাদী, ঝুটঝামেলার মধ্য দিয়ে প্রাপ্তিলাভ হবে।
বিবাহের সময় কিছু প্রাপ্তি হবে। উত্তরাধিকার সূত্রে কিছু ধনসম্পত্তি লাভ। দুর্ঘটনাজনিত বিমা পেতে পারে।
ইষ্টমন্ত্র জপে ভাল প্রাপ্তি আসে। নবগ্রহ মন্ত্র জপ ও প্রণাম মন্ত্র বা বগলামাতার স্তব করলে প্রাপ্তির বাধা অপসারিত হবে। এ ছাড়া হনুমান চালিশা পাঠ করলে ভাল ফল পাবেন।
ধনু: সাহসী, উদ্যমী, উচ্চাকাঙক্ষী। ভাল-মন্দ দু’দিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিদেশিদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী। ধর্মীয় কোনও প্রতিষ্ঠান বা গুরুগৃহে বা গুরুর কাছ থেকে প্রাপ্তিযোগ। সন্দেহবাতিক মানসিকতার জন্য ক্ষতি হয়।
বর্তমানে শনির সাড়ে সাতি চলায় আর্থিক সমস্যা ও প্রাপ্তিযোগে বাধা আসবে। কর্ম ও অর্থভাগ্য তেমন আশাপ্রদ হবে না। আইন সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলাই মঙ্গল। শত্রু বৃদ্ধি পাবে। সাড়ে সাতি ছাড়া অন্য সময়ে শনি মহারাজের মাধ্যমে প্রচুর প্রাপ্তি হবে।
ঈশ্বর আরাধনায় ব্রতী হলে মানসিক তৃপ্তিলাভ সম্ভব। শিবনাম ও দুর্গানাম জপে ভাল ফল পাওয়া যাবে। মা তারা স্তব বা কবচ ধারণ এবং নবগ্রহ স্তব পাঠ স্বস্তি দেবে। দক্ষিণাকালী ও মহা মৃত্যুঞ্জয় কবচ ধারণে স্বস্তি আসবে।