আপনি কি গুপ্তশত্রুতার শিকার?

দেখে নেওয়া যাক ষষ্ঠ স্থানে স্থিত বিভিন্ন গ্রহ দ্বারা কখন শত্রু নির্দেশিত হয়

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

১২টি রাশির ৩৬০ ডিগ্রির মধ্যেই নিহিত থাকে মানুষের সম্পূর্ণ জীবনের কাহিনী। অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো শত্রুতা সম্বন্ধেও পরিপূর্ণ চিত্র পাওয়া যায় রাশিচক্র থেকে। ষষ্ঠ স্থান এবং এর অধিপতির দ্বারা চিহ্নিত হয় আমাদের জীবনের, ঘরের এবং বাইরের শত্রু।

Advertisement

এখন দেখে নেওয়া যাক ষষ্ঠ স্থানে স্থিত বিভিন্ন গ্রহ দ্বারা কখন শত্রু নির্দেশিত হয়—

১। মঙ্গল ষষ্ঠে থাকলে বড় দাদার থেকে শত্রুতার সৃষ্টি হয়।

Advertisement

২। রবি ষষ্ঠে থাকলে পিতা বা সরকার বা পিতৃস্থানীয়ের থেকে শত্রুতার সৃষ্টি হয়।

৩। বৃহস্পতি ষষ্ঠে থাকলে গুরু ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা শত্রুতার সৃষ্টি হয়।

আরও পড়ুন: কী ভাবে শয়ন করেন, তা থেকে বলে দেওয়া যায় অনেক কিছু

৪। চন্দ্র ষষ্ঠে থাকলে মাতা বা মাতৃস্থানীয় কারও দ্বারা শত্রুতার সৃষ্টি হয়।

৫। শুক্র ষষ্ঠে থাকলে স্ত্রী, প্রেমিকা বা বান্ধবীর দ্বারা শত্রুতার সৃষ্টি হয়।

৬। বুধ ষষ্ঠে থাকলে কাকা, নিজ বুদ্ধিদোষ ও বয়সে ছোট কারও দ্বারা শত্রুতার সৃষ্টি হয়।

৭। শনি ষষ্ঠে থাকলে কাজের লোক, ভিন্নধর্মী ও নীচ জাতের লোকের দ্বারা শত্রুতার সৃষ্টি হয়।

৮। কেতু ষষ্ঠে থাকলে শত্রু অলক্ষ্যে কাজ করে। এবং এই সব শত্রুদের চেনা যায় না। তবে এই সব ব্যক্তিরা শত্রু জয়ী হয়।

৯। রাহু ষষ্ঠে থাকলেও জাতক নীচ জাতীয় শত্রুর দ্বারা সমস্যার সম্মুখীন হয়। তথাপি সে শত্রুজয়ী হয়।

এই সব গ্রহের ওপর অন্যান্য গ্রহের প্রভাব হেতু ফলের তারতম্য ঘটতে পারে। তবে এখানে একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া প্রয়োজন যে, ষষ্ঠ স্থানে পাপ গ্রহ থাকলে তা শত্রুকে সংযত করতে বা দমন করতে বিশেষ সহায়ক হয়। ষষ্ঠে থাকা সব গ্রহই কিছু না কিছু শত্রু সৃষ্টি করে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement