আজকের দিন- কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হবে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে। সকালবেলাতেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। আলস্য কাটিয়ে উঠলে লাভবান হবেন। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।
এই বছর- অর্থভাগ্য মোটের উপর ভাল থাকবে। যাঁরা সম্পদ কেনাবেচা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্র খুব ভাল থাকবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারের জন্য খুব সুখের সময়। বিদেশে পাঠরত ব্যক্তিরা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন। অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, পুলিশ পর্যন্ত গড়াতে পারে।
চরিত্র- জাতক রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হন। এঁরা গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত হন। কথা বা কাজের সমালোচনা সহ্য করতে পারেন না। পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল হন। এঁরা খুব তোষামোদপ্রিয় ও বন্ধুবৎসল হলেও সকলের সঙ্গে সমান ভাবে মেশেন না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি হয়। এঁরা সব সময় চান সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে। নিজের ক্ষমতায় না হলে পিছনের পথ দিয়ে এগোতেও কুণ্ঠিত হন না।