আজকের দিন- অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। কোনও বড় কারণে অর্থক্ষতি হওয়ার যোগ। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। আবার কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগ পেতে পারেন।
এই বছর- ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বাড়তে পারে। কোনও কল্যাণকর কাজে যুক্ত হতে পারেন। প্রেমের ব্যাপারে বাধা আসতে পারে। পেটের সমস্যা সৃষ্টি হতে পারে। শরীরে অন্য সমস্যাও বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। কোনও শুভ কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ বিষয়ে আশার উদয় হবে।
চরিত্র- জাতক আইন, চিকিৎসা, রসায়ন, গণিত ইত্যাদিতে প্রায়ই পটু হয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্যে উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করার থেকে যৌথ ব্যবসায় বেশি সফল হন। সকলের জন্য চিন্তা করেন, তবে নিজের স্বার্থ ভাল বোঝেন। মানসিক দ্বন্দ্বের কারণে প্রায়শই উন্নতি ব্যাহত হয়। জাতকের স্বভাব-চরিত্র সহজে বোঝা যায় না। তবে, এঁদের ধর্মে মতি থাকে।