আজকের দিন- কারও কাছ থেকে দামি কোনও উপহার নেওয়ার আগে ভাবনাচিন্তা করবেন। ব্যবসায় ভাল লাভ দেখতে পাবেন, কিন্তু সঞ্চয় কম হবে। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু কেনার ব্যাপারে আলোচনা। কোনও বন্ধুর জন্য মনঃকষ্ট। বিদেশযাত্রার সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের ব্যাপারে খরচ বৃদ্ধি। দাম্পত্য জীবনে চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে।
এই বছর- ছোটদের পড়াশোনার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। ব্যবসায় লাভ বাড়তে পারে। সদ্গুরু প্রাপ্তি হতে পারে। আশার অধিক কিছু লাভ হতে পারে। কোনও ব্যক্তির প্রতি অনুরাগ বৃদ্ধির সম্ভাবনা। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ বাধতে পারে। আয়ের পথে বাধা আসতে পারে। বছরের মধ্যভাগে ব্যবসায় বিবাদের জন্য মনখারাপ হতে পারে। বাড়ির কাজে প্রচুর অর্থব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুভয় বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে।
চরিত্র- জাতকের জীবনে উন্নতির প্রধান অন্তরায় হল বিলাসিতা ও অমিতব্যয়িতা। এ বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। এঁদের স্মৃতিশক্তি প্রখর, সহজে কোনও কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ। ধর্ম নিয়ে প্রবল উৎসাহ থাকে। সব সময় ঈশ্বরভক্তি পরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী। প্রায়শই উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন।