১১ ডিসেম্বর ২০২৪

আজ জন্মদিন হলে ( ১১ ডিসেম্বর ২০২৪ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩
Share:

আজকের দিন– কোনও গোপনীয় কথা অপরকে বলায় বিপদ ঘটতে পারে। অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।  

এই বছর- আয় বৃদ্ধি পেতে পারে। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথির আগমন। একটু অর্থাভাব দেখা দিতে পারে। বিপদের ঝুঁকি রয়েছে। বুদ্ধির ভুলের জন্য খারাপ কিছু ঘটতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে।   

চরিত্র– জাতক পাইলট, সামরিক অফিসার, নৌসৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করেন। কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে তুলতে হয়। জাতকের স্বাস্থ্য ভাল যায় না। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম প্রকার, সুযোগ কাজে লাগান।

পরিবার

৩/৫

পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু চাপ থাকতে পারে।

পেশা

৪/৫

জীবিকার ব্যাপারে আনন্দের দিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement