আজকের দিন- ইচ্ছা না থাকলেও ব্যয় হতে পারে। স্ত্রীর কারণে খুব ভাল আয়ের ব্যবস্থা হতে পারে। আহারের ব্যাপারে সংযত হতে না পারলে শরীর খারাপ হতে পারে। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধর্মালোচনায় মন দিতে পারলে শান্তি পাবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিতার সঙ্গে তর্ক না করাই ভাল হবে।
এই বছর- বছরের মধ্য ভাগে আর্থিক চাপ বাড়তে পারে। কাজে সাফল্য পেতে দেরি হতে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন। কাজের ব্যাপারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। শরীরে বড় কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি আয় মন্দ হবে না। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
চরিত্র- জাতক ভোগবিলাসপ্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, প্রখর অনুমানশক্তি সম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এঁরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগ-ব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়।