আজকের দিন- কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। গৃহনির্মাণের পরিকল্পনার জন্য ভাল সময়। কোনও পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে। বিপদে পড়ে আপনাকে মিথ্যা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না।
এই বছর- দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন, বিবাদ হতে পারে। ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশোনায় মন বসবে। বছরের কোনও সময় বড় আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। বছরের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে।
চরিত্র- জাতককে পরিশ্রম করে ভাগ্য গড়ে তুলতে হয়। হঠাৎ কিছু পাওয়ার আশা করা জাতকের পক্ষে ঠিক নয়। সন্দেহ বাতিকের জন্য দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না। জাতকেরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হন। কন্যা ও মকর রাশির জাতকের সঙ্গে বিবাহ সুখের হয়।