ভাদ্র মাস: এই মাসের জাতক জাতিকা কোনও অবস্থাতেই অমর্যাদাপূর্ণ কাজ করে না। এরা অসুখে পড়লে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
আশ্বিন মাস: এই মাসে যারা জন্মায় আজীবন কম বেশী কোনও না কোনও রোগে ভুগবেই। এদের মধ্যে সব সময় একটা গোপনচারিতা লক্ষ্য করা যায়। এই মাসের জাতক জাতিকারা তাদের নিজের চেয়ে সামাজিক মর্যাদা কম এমন লোকের সঙ্গে ঘনিষ্ঠতা করে।
কার্তিক মাস: এরা সব বিচার-বিবেচনা করে কথা বলে। এরা শিল্প রুচিসম্পন্ন, আলাপী, ভদ্র, বিনয়ী হয়।
অগ্রহায়ণ মাস: এক সময় এই মাসে জন্মানো জাতকদের গির্জায় পাদ্রি করা হত না। দুই শ্রেণির জাতক এই মাসে জন্মায়। এক ভাল আর অন্য দল যত রকমের অপরাধ হয় করে থাকে।
পৌষ মাস: এরা দীর্ঘ দেহী হয়, আবার অনেকে বেশ বেঁটে হয়। এরা জনসাধারণের মধ্যে থেকে কাজ করে। আবার জনসাধারণ থেকে অপমানিতও হয়।
মাঘ মাস: এটা কষ্টের মাস। জীবনে প্রতিষ্ঠা পেতে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়।এরা সাধারণত নিম্ন রুচির হয়।
ফাল্গুন মাস: এরা কিছুটা খামখেয়ালী স্বভাবের হয়।এই মাসে আধ্যাত্মিক মহাপুরুষের জন্ম হয় বেশী।
চৈত্র মাস: এরা দীর্ঘ দেহী, লম্বা, স্বপ্নবিলাসী ও চিন্তাশীল হয়।।