বাস্তুশাস্ত্র অনুযায়ী শোয়ার ঘর

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০০:০০
Share:

রুচি, মানসিকতা ও সর্বোপরি অর্থ অনুযায়ী শোওয়ার ঘরও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে শোওয়ার ঘরটা সুন্দর নির্জন ও শান্ত পরিবেশ হতে পারলে ভাল।

Advertisement

ছেলের শোওয়ার ঘর

ছেলে যদি বিবাহিত হয় তা হলে তার শোয়ার ঘরের অবস্থান হবে বাড়ির দক্ষিন- পূর্বে। এটা যেহেতু আগ্নেয় কোন, সেহেতু বিবাহিত জীবন যাপনের পক্ষে সুখকর।

Advertisement

যদি অবিবাহিত হয় বা ছাত্রা অবস্থায় থাকে তা হলে তাকে পূর্বে অথবা উত্তরে শোয়ার ব্যবস্থা করা উচিত।বিদ্যাথীর মাথা পূর্ব দিকে রেখে ঘুমানো শাস্ত্রসম্মত।

মেয়ের শোওয়ার ঘর

মেয়ের শোওয়ার ঘর হবে উত্তর-পশ্চিম দিকে। কারণ জ্যোতিষ-মতে এটি চন্দ্রের স্থান এবং সঙ্গীঁত ও কলার পক্ষে শুভ।

কিশোরের শোওয়ার ঘর

কিশোরদের শোবার ঘর হবে পশ্চিম দিকে।

শোয়ার খাটকে ঘরের দক্ষিন-পশ্চিম কোনে রাখতে হবে।

কিশোরদের মাথা পূর্ব দিকে রাখা উচিত।

শোয়ার খাট যেন দেওয়ালকে র্স্পশ না করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement