Astrological Tips

গয়না হারালে কী ক্ষতি হয়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

সোনার গহনা সঠিক নিয়ম অনুসারে কেনার যেমন একটা সুফল আছে, ঠিক তেমন সোনার গহনা হারিয়ে গেলেও তার কুফল নিজেকে ভোগ করতে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৩
Share:

গয়না পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। প্রতীকী ছবি।

গয়না পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। সোনার গহনা সঠিক নিয়ম অনুসারে কেনার যেমন একটা সুফল আছে, ঠিক তেমন সোনার গহনা হারিয়ে গেলেও তার কুফল নিজেকে ভোগ করতে হয়। সোনার গহনা সৌভাগ্যকে নির্দেশ করে, সোনা বা রুপো অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করতে হয় যাতে কোনও ভাবে তা হারিয়ে না যায়, কারণ এক-একটি গহনা হারানোর এক একটি কুফল ভোগ করতে হয়।

Advertisement

দেখে নেওয়া যাক কোন গহনা হারানোর কী কুফল?

হাতের চুড়ি বা বাজু– হাতের চুড়ি বা বাজু হারিয়ে গেলে অত্যন্ত অর্থকষ্টে ভোগান্তি হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

গলার হার– গলার হার হারিয়ে যাওয়ার অর্থ হল অপমানিত হওয়ার যোগ।

টিকলি– টিকলি হারিয়ে যাওয়ার অর্থ হল মাথার চাপ বৃদ্ধির পাওয়ার আশঙ্কা।

পায়ের নূপুর– বাঁ পায়ের নূপুর হারিয়ে গেলে দুর্ঘটনার যোগ রয়েছে এবং ডান পায়ের নূপুর হারিয়ে গেলে সম্মানহানি হওয়ার আশঙ্কা।

মুকুট– মুকুট হারিয়ে গেলে মাথার রোগে ভুগতে হতে পারে।

নাকের নথ– নাকের নথ হারিয়ে যাওয়া মানে বোঝায় আগামী দিনে অপমান হওয়ার যোগ রয়েছে।

আংটি– আংটি হারিয়ে যাওয়ার অর্থ হল শারীরিক অসুস্থতা। আগামী দিনে শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। কারণ, অকারণ হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কানের দুল– কানের দুল হারিয়ে যাওয়ার অর্থ হল, কোনও খারাপ খবর আসতে চলেছে। বিশেষ করে সোনার কানের দুল হারিয়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement