Astrological Tips

নতুন বছরে কোন রাশির কর্মক্ষেত্রে পড়বে শনির প্রভাব? কোন রাশি শুভ ফল পাবে?

নতুন বছরে কর্মক্ষেত্রে কোন রাশি শুভ ফল পাবে? কাদের জন্য তেমন শুভ হবে না আগামী বছর? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২০:১৪
Share:

নতুন বছরে কোন রাশি কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন না? প্রতীকী ছবি।

গ্রহের অবস্থান। মেষ রাশিতে অবস্থান করবে রাহু এবং চন্দ্র। বৃষ রাশিতে অবস্থান করবে মঙ্গল। তুলা রাশিতে কেতু অবস্থান করবে। ধনু রাশিতে মাসের প্রথমে একত্রে অবস্থান করবে রবি এবং বুধ। আগামী ১৪ জানুয়ারি রবি রাশি পরিবর্তন করে মকরে গমন করবে। মকর রাশিতে মাসের প্রথমে অবস্থান করবে শুক্র এবং শনি। ১৭ জানুয়ারি শনি এবং ২২ জানুয়ারি শুক্র মকর রাশি ত্যাগ করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। মীন রাশিতে অবস্থান বৃহস্পতির।

Advertisement

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। কর্মক্ষেত্রে অবস্থান শুভ গ্রহ শুক্রের। মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন হবে। কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ কর্ম মাসের প্রথম অর্ধে সেরে ফেলাই উচিত।

বৃষ রাশির কর্ম পতির নিজক্ষেত্রে অবস্থান শুভ। শুভফল প্রাপ্তির সম্ভাবনা, মাসের শেষ সপ্তাহ অধিক শুভ।

Advertisement

মিথুন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। মাসের দ্বিতীয় অর্ধে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র অশুভ কাত্তারি যোগ সৃষ্টি করে। কর্মক্ষেত্র মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে সামান্য ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশির কর্মক্ষেত্রে রাহুর অবস্থান মাসের দ্বিতীয় অর্ধে শনির দৃষ্টি কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। হঠাৎ হঠাৎ ফল পরিবর্তন ঘটবে।

সিংহ রাশির কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের। কর্মক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কন্যা রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টিদান। মাসের প্রথম অর্ধ তুলনায় দ্বিতীয় অর্ধ অধিক শুভ।

তুলা রাশির কর্মক্ষেত্র হইতে মাসের দ্বিতীয় অর্ধে অধিক শনির দৃষ্টি সরবে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত। কর্মক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধে শুভ পরিবর্তন ঘটবে।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সহিত মাসের দ্বিতীয় অর্ধে দৃষ্টি সম্পর্ক স্থাপন হবে শনির। কর্মক্ষেত্র অধিপতির শত্রু ক্ষেত্রে গমন। মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধ শুভ বলা যায় না। গুরুত্বপূর্ণ কর্ম মাসের প্রথম অর্ধে সেরে নেওয়া ভাল।

ধনু রাশির কর্মক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। কর্মক্ষেত্র অধিপতির মিত্র ক্ষেত্রে অবস্থান। কর্মক্ষেত্রে শুভফল দান করবে।

মকর রাশির কর্মক্ষেত্রে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি কর্মক্ষেত্রে শুভফল দান করলেও মাসের দ্বিতীয় অর্ধে শনির সহিত দৃষ্টি সম্পর্ক স্থাপন কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটাবে।

মীন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান কর্মক্ষেত্রের পক্ষে শুভ। মাসের দ্বিতীয় অর্ধে রবির পরিবর্তনে কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement