কোন ঘরের দেওয়ালে কেমন রঙের পর্দা টাঙানো উচিত? কী বলছএ বাস্তুশাস্ত্র? প্রতীকী ছবি।
ঘরের ভিতরের সাজসজ্জা তখনই ফুটে ওঠে, যখন দেওয়ালের সঙ্গে পর্দার রং মানানসই হয়। দেওয়ালের রঙের সঙ্গে পর্দার রং রুচি অনুযায়ী টাঙালে তবেই সৌন্দর্য খোলে। বাস্তুশাস্ত্র মতে, প্রত্যেকটা ঘরের রং যেমন আলাদা হওয়ার প্রয়োজন আছে, ঠিক তেমন পর্দার রংও বাস্তু মেনে করা উচিত। যেমন শোয়ার ঘরের রং, রান্নাঘরের রং, ঠাকুর ঘরের রং, বসার ঘরের রং, শৌচালয়ের রং— সব ঘরে আলাদা রং ব্যবহার করা উচিত। ঘরের দরজা ও জানলায় পর্দা ব্যহার করা শুধু সৌন্দর্যের শোভা বাড়ানোর জন্য নয়, পর্দা ব্যবহার করা হয় যাতে বাইরের কোনও অশুভ শক্তি ঘরের ভিতর প্রবেশ করতে না পারে। তাই সঠিক রঙের পর্দা ব্যবহারের ফলে নেতিবাচক শক্তি ঘরের ভিতর প্রবেশে বাধা পায় এবং ঘর ইতিবাচক এনার্জিতে ভরে থাকে।
কোন ঘরের দেওয়ালে কেমন রঙের পর্দা টাঙানো উচিত?
১) বাস্তুমতে ঘরের দেওয়ালে দু’টি স্তরের পর্দা ব্যবহার করা খুব শুভ বলে মানা হয়।
২) ঘর যদি পুর্বমুখী হয়, তা হলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করতে হবে।
৩) পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং হবে সাদা।
৪) উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে।
৫) দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল।
৬) তবে শোবার ঘরের দেওয়ালের পর্দার রং সব সময়ে হালকা করতে হবে, এতে স্বামী-স্ত্রী সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। যেমন হালকা গোলাপি, নীল, সাদা— এ ধরনের রং ব্যবহার করতে হবে।
৭) বসার ঘরে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন।
৮) রান্নাঘরে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে।
৯) শৌচালয়ে সাদা বা আকাশি নীল ব্যবহার করতে পারেন।